স্টাফ রিপোর্টার : হেক্টর ইউস্তে পুরোপুরি চোটমুক্ত নন। সল ক্রেসপোও মাসখানেকের জন্য বাইরে। এই অবস্থায় ইস্টবেঙ্গলের চাপ বাড়াচ্ছে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের চোট। শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে খেলতে গিয়ে কুঁচকিতে চোট লেগেছে লাল-হলুদের গ্রিক ফরোয়ার্ডের। ম্যাচের ৪৯ মিনিটের মাথায় মাঠ ছাড়েন তিনি। তারপর থেকে আর সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে দেখা যায়নি দিয়ামান্তাকোসকে।
মঙ্গলবার বিকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে হাজির হলেও মাঠে নামেননি দিয়ামান্তাকোস। কিছুক্ষণ ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে থাকার পর আগেই স্টেডিয়াম ছাড়েন এই ফরোয়ার্ড। লাল-হলুদ সূত্রে খবর, বৃহস্পতিবার তাঁকে ছাড়াই খেলতে হতে পারে ওড়িশা এফসি-র বিরুদ্ধে। এমনকী পরের পাঞ্জাব এফসি ম্যাচেও তিনি অনিশ্চিত। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের ভরসা ক্লেটন সিলভা। চেন্নাইয়ের বিরুদ্ধে বদলি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ক্লেটনের প্রশংসায় মুখর হয়েছিলেন কোচ অস্কার ব্রুজো। দিয়ামান্তাকোসের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে তিনি তৈরি বলেও বার্তা দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অন্যদিকে, এদিনও ফিজিও সেনেন আলভারেজের সঙ্গে সাইড লাইনে রিহ্যাব করতে দেখা গিয়েছে হেক্টরকে। শেষ ম্যাচে এই স্প্যানিশ ডিফেন্ডারকে পায়নি ইস্টবেঙ্গল। তবে কার্ড সমস্যা মিটিয়ে ওড়িশার বিরুদ্ধে ঘরের মাঠের এই ম্যাচে দলে ফিরছেন ডিফেন্ডার লালচুংনুঙ্গা। প্রভাত লাকড়ার বদলে প্রথম একাদশে আসতে পারেন তিনি।