shono
Advertisement

Breaking News

FIFPRO World 11

১৭ বছর পর নেই মেসি, অনুপস্থিত রোনাল্ডোও, বিশ্বের বর্ষসেরা একাদশে দাপট রিয়াল মাদ্রিদের

জায়গা পেলেন ভিনিসিয়াস, বেলিংহ্যামরা?
Published By: Arpan DasPosted: 03:59 PM Dec 10, 2024Updated: 04:00 PM Dec 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য প্রকাশিত হয়েছে ফিফপ্রো বর্ষসেরা একাদশ। সেখানে এবার ঠাঁই পাননি লিওনেল মেসি। ১৭ বছর পর বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনার ফুটবলার। তালিকায় নেই আরেক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। বরং সেরা একাদশে দাপট দেখিয়েছেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। জায়গা পেলেন আর কারা?

Advertisement

কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল বছরের সেরা একাদশের সম্ভাব্য ২৬ জন ফুটবলারের নাম। ইউরোপের বাইরে খেলা ফুটবলারদের মধ্যে ছিলেন শুধু মেসি ও রোনাল্ডো। আর্জেন্টিনার তারকা খেলেন আমেরিকার ইন্টার মিয়ামিতে। এমএলএসের সেরা ফুটবলারও হয়েছেন তিনি। অন্যদিকে সৌদি প্রো লিগে আল নাসরের জার্সিতে নিয়মিত গোল করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পাননি তাঁরা।

২০০৬ সালে প্রথমবার সেরা একাদশে ঢুকেছিলেন মেসি। তার পর থেকে প্রতিবছরই এই তালিকায় ছিলেন। অবশেষে ১৭ বছর পর ২০২৪-এ এসে বাদ পড়লেন তিনি। রোনাল্ডো অবশ্য ২০২৩-এও সেরা একাদশে ছিলেন না। তার আগে টানা ১৬ বছর এই তালিকায় ছিলেন তিনি। তবে লিভারপুলের হয়ে নিয়মিত গোল করলেও বাদ পড়েছেন মহম্মদ সালাহ।

বর্ষসেরা একাদশে দাপট রয়েছে রিয়াল মাদ্রিদের ফুটবলারদের। ডিফেন্সে কার্ভাহাল ও রুডিগার, মাঝমাঠে টোনি ক্রুস, জুড বেলিংহ্যাম, আক্রমণে কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়ররা জায়গা করে নিয়েছেন। এঁদের মধ্যে ক্রুস অবশ্য অবসর নিয়েছেন। ম্যাঞ্চেস্টার সিটি থেকে আছেন ৪ জন। একাদশে গোলরক্ষকের দায়িত্ব সামলাবেন এডেরসন, মাঝমাঠে ডি'ব্রুইনে ও রদ্রি এবং আক্রমণে আর্লিং হালান্ড। এছাড়া ডিফেন্সে আছেন লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক।

ফিফার বর্ষসেরা একাদশ:
গোলকিপার: এডেরসন (ম্যাঞ্চেস্টার সিটি)

রক্ষণভাগ: দানি কার্ভাহাল (রিয়াল মাদ্রিদ)
রুডিগার (রিয়াল মাদ্রিদ)
ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল)

মাঝমাঠ: ডি'ব্রুইনে (ম্যাঞ্চেস্টার সিটি)
রড্রি (ম্যাঞ্চেস্টার সিটি)
টোনি ক্রুস (রিয়াল মাদ্রিদ)
জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ)

আক্রমণ: কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ)
আর্লিং হালান্ড (ম্যাঞ্চেস্টার সিটি)
ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডেস্ক: সদ্য প্রকাশিত হয়েছে ফিফপ্রো বর্ষসেরা একাদশ। সেখানে এবার ঠাঁই পাননি লিওনেল মেসি।
  • ১৭ বছর পর বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনার ফুটবলার।
  • তালিকায় নেই আরেক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও।
Advertisement