shono
Advertisement
Mohun Bagan

একসঙ্গে টানা দুই টুর্নামেন্টে খেলার ক্লান্তি, কলকাতা লিগে না নামতে চেয়ে চিঠি মোহনবাগানের

বিশ্রাম পাচ্ছেন না ফুটবলাররা।
Published By: Anwesha AdhikaryPosted: 01:21 PM Aug 12, 2025Updated: 01:28 PM Aug 12, 2025

দুলাল দে: ডুরান্ড কাপ শেষ না হলে কলকাতা লিগে খেলবে না মোহনবাগান। এই মর্মে আইএফএকে চিঠি দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আগামীকালই ঘরের মাঠে কলকাতা লিগে মেসারার্সের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল সুহেল ভাটদের। কিন্তু সেই ম্যাচ আপাতত খেলতে চাইছে না মোহনবাগান। আপাতত ডুরান্ডের নকআউট পর্বে মন দিতে চাইছে দল।

Advertisement

সোমবার আইএফএ-র তরফ থেকে জানানো হয়, তারা ম্যাচ সম্প্রচারের জন্য মোহনবাগানের মাঠে টাওয়ার বসানোর অনুমতি চেয়েছিল। তবে সেই নিয়ে এখনও কোনও সম্মতি তাদের কাছে পৌঁছয়নি। যে কারণে ১৩ আগস্টের মোহনবাগান ও মেসারার্স ক্লাবের ম্যাচে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে স্থানান্তরিত করা হচ্ছে। কিন্তু পরে মোহনবাগানের তরফে আইএফএকে চিঠি দিয়ে জানানো হয়, আপাতত তারা কলকাতা লিগে খেলতে চায় না। ডুরান্ড কাপে মন দিতে চান দীপেন্দু বিশ্বাসরা।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, কলকাতা লিগে মোহনবাগানের যা স্কোয়াড রয়েছে, সেখানকার ১৬ জন সদস্য ডুরান্ড কাপে রেজিস্টার্ড রয়েছেন। কলকাতা লিগে খেলা ৯ ফুটবলারকে ডুরান্ড স্কোয়াডে রেখেছে মোহনবাগান। অর্থাৎ একসঙ্গে দুই লিগে খেলছেন একাধিক ফুটবলার। ফলে বিশ্রাম পাচ্ছেন না তাঁরা। এহেন পরিস্থিতিতে মোহনবাগানের বক্তব্য, ডুরান্ড কাপে আর মাত্র তিনটে ম্যাচ খেলতে হতে পারে। অল্প সময়ের মধ্যে সেগুলি মিটে যাওয়ার পরে ফের কলকাতা লিগে নামবে দল। পর্যাপ্ত বিশ্রামও পাবেন ফুটবলাররা। এই মর্মে আইএফএকে চিঠি দিয়েছে মোহনবাগান।

তবে মোহনবাগান ম্যাচ না খেলার বিষয়ে আইএফএ এখনও কিছু জানায়নি। আগামীকাল মেসারার্সের বিরুদ্ধে যদি সবুজ-মেরুন ব্রিগেড মাঠে না নামে তাহলে ম্যাচের ভাগ্য কী হবে, মোহনবাগানের আবেদন মেনে ম্যাচ পিছিয়ে দেওয়া হবে কিনা-এমন হাজারো প্রশ্ন রয়েছে। তবে উত্তর অধরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার আইএফএ-র তরফ থেকে জানানো হয়, তারা ম্যাচ সম্প্রচারের জন্য মোহনবাগানের মাঠে টাওয়ার বসানোর অনুমতি চেয়েছিল।
  • ক্লাব সূত্রে জানা গিয়েছে, কলকাতা লিগে মোহনবাগানের যা স্কোয়াড রয়েছে, সেখানকার ১৬ জন সদস্য ডুরান্ড কাপে রেজিস্টার্ড রয়েছেন।
  • মোহনবাগানের বক্তব্য, ডুরান্ড কাপে আর মাত্র তিনটে ম্যাচ খেলতে হতে পারে।
Advertisement