shono
Advertisement
Mohun Bagan

বাংলাদেশের 'অরাজকতা' নিয়ে সরব মোহনবাগান, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেবে সবুজ-মেরুন

Published By: Arpan DasPosted: 07:02 PM Dec 10, 2024Updated: 08:52 PM Dec 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গল-মহামেডানের পর এবার প্রতিবাদে শামিল মোহনবাগানও (Mohun Bagan)। বাংলাদেশের ঘটমান 'অরাজকতা' (Bangladesh Situation) নিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে স্মারকলিপি দেবে শতাব্দীপ্রাচীন ক্লাব। এই মর্মে ক্লাবের এক্সিকিউটিভ কমিটিতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে মোহনবাগান চিন্তিত, তা এদিন সাংবাদিক সম্মেলনে জানান ক্লাব সচিব দেবাশিস দত্ত। এই বিষয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে দেবে মোহনবাগান। তিনি বলেন, "এই অরাজকতা যাতে বন্ধ হয়, তার জন্য যেন তাঁরা ব্যবস্থা নেন। নিশ্চয়ই তাঁরা পদক্ষেপ নিয়েছেন, তবু আমাদের তরফ থেকে অনুরোধ রইল।"

উল্লেখ্য, বাংলাদেশে লাগাতার হিন্দু তথা সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে এর আগে গর্জে উঠেছে ইস্টবেঙ্গল। তাদের তরফ থেকে জানানো হয়, ইস্টবেঙ্গল ক্লাব দীর্ঘ ইতিহাসে জাতির নামে হিংসা, অত্যাচারের প্রতিবাদে সর্বদা সরব। ক্লাবের অধিকাংশ সমর্থকের পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছে লাল-হলুদ শিবির।

বাংলাদেশের ঘটনা নিয়ে সোচ্চার হয়েছে মহামেডান ক্লাবও। এই ঘটনার তীব্র নিন্দা করে মহামেডান সভাপতি আমিরউদ্দিন ববি শীঘ্রই কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটেশন জমা দেওয়ার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমরা এই ঘটনার নিন্দা করছি। যত দ্রুত সম্ভব এই অত্যাচার বন্ধ হওয়া উচিত। এই বার্তা নিয়েই ক্লাবের পাঁচ সদস্যের প্রতিনিধি দল কলকাতার ডেপুটি হাইকমিশনে যাবে। সেখানে ডেপুটেশন জমা দেওয়া হবে।” এবার ইস্টবেঙ্গল ও মহামেডানের সঙ্গে প্রতিবাদে শামিল হল মোহনবাগানও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইস্টবেঙ্গল-মহামেডানের পর এবার প্রতিবাদে শামিল মোহনবাগানও।
  • বাংলাদেশের ঘটমান 'অরাজকতা' নিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে স্মারকলিপি দেবে শতাব্দীপ্রাচীন ক্লাব।
  • এই মর্মে ক্লাবের এক্সিকিউটিভ কমিটিতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।
Advertisement