সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গল সুপার লিগে জয়ের সরণিতে ফিরল নর্থবেঙ্গল ইউনাইটেড। গত ম্যাচে জেএইচআর রয়্যাল সিটি এফসি'র সঙ্গে ড্র করার পর শনিবার ঘরের মাঠে তারা ১-০ গোলে হারাল এফসি মেদিনীপুরকে। এই জয়ের ফলে পাঁচ নম্বরে উঠে এল তারা।
শনিবাসরীয় দুপুরে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মনোরম পরিবেশে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। প্রতিটা মিনিট টানটান লড়াই চলে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েনি। দু'টি দলই বেশ কিছু সুযোগ তৈরি করে। তবে গোল করতে পারেনি কোনও পক্ষই। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচের পাশা বদলে দেন ডেভিড মোটলা। ৫৫ মিনিটে নর্থবেঙ্গলের হয়ে তিনি ডেকলক ভাঙেন। এগিয়ে যায় পাহাড়ের দলটি। এরপর ম্যাচে ফেরায় চেষ্টা চালালেও বিপক্ষের রক্ষণভাগ সজাগ থাকায় সমতা ফেরাতে পারেনি মেদিনীপুর। এই পরাজয়ের পর ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে তারা।
৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে হাওড়া হুগলি। দ্বিতীয় স্থানে রয়েছে জেএইচআর রয়্যাল সিটি। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ৯ ম্যাচে সুন্দরবনের ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ নর্থ ২৪ পরগনা। পাঁচে রয়েছে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। ১০ ম্যাচে তারা ১৪ পয়েন্টে। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ছয়ে বর্ধমান। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। তাদের পয়েন্ট ২।
