shono
Advertisement
Instagram

ইনস্টাগ্রামে ১.৭৫ কোটি ইউজারের তথ্য চুরি, ফোন নম্বর ফাঁস ডার্ক ওয়েবে! কীভাবে বাঁচবেন?

রুটিন নজরদারির সময়েই তথ্য চুরি সম্পর্কে জানা গিয়েছে।
Published By: Saurav NandiPosted: 02:37 PM Jan 11, 2026Updated: 02:37 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামের ১.৭৫ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি গিয়েছে। তাঁদের নাম, ইউজারনেম, ফোন নম্বর, ইমেল আইডি-সহ বিভিন্ন তথ্য ফাঁস করা হয়েছে হ্যাকারদের 'বিচরণক্ষেত্র' ডার্ক ওয়েবে। এমনটাই দাবি করল সাইবার সিকিওরিটি সংস্থা 'মালঅয়্যারবাইট'।

Advertisement

সংস্থাটি জানিয়েছে, তারা ডার্ক ওয়েবে প্রায়শই রুটিন নজরদারি চালায়। এই প্রক্রিয়ার সময়েই ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের তথ্য চুরির ব্যাপারে তারা জানতে পারে। হ্যাকিংয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে। তার মধ্যে অন্যতম হল 'ফিশিং' এবং 'ক্রিডেনশিয়াল হারভেস্টিং'। মূলত এই সব কৌশল কাজে লাগিয়েই সমাজমাধ্যম ব্যবহারকারীদের তথ্য চুরি করা হয়েছে বলে মনে করছে সাইবার সিকিওরিটি সংস্থাটি। তারা জানিয়েছে, এ সব ক্ষেত্রে সাধারণত ব্যবহারকারীদের ফোনে একটি মেল পাঠানো হয়। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের নাম ভাঁড়িয়েই পাঠানো হয় এই মেল। তাতে ব্যবহারকারীদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ড বদলাতে বলা হয়। হ্যাকারদের এই ফাঁদে পা দিলেই বিপত্তি! মেলের লিঙ্ক ব্যবহার করে ব্যবহারকারী পাসওয়ার্ড বদলাতে গেলেই তার ইউজারনেম এবং নতুন পাসওয়ার্ড হ্যাকারদের কাছে চলে যাবে। এই ভাবেই ব্যবহারকারীদের তথ্য হ্যাকারদের কাছে যায় বলে জানিয়েছে 'মালঅয়্যারবাইট'।

যদিও সাইবার সংস্থার এই তথ্য চুরি সংক্রান্ত রিপোর্ট নিয়ে এখনও মুখ খোলেনি ইনস্টাগ্রাম বা তার নিয়ন্ত্রক সংস্থা মেটা। মালঅয়্যারবাইটের রিপোর্ট সত্য কি না, সে ব্যাপারেও তারা কিছু জানায়নি এখনও।

কিন্তু যদি রিপোর্ট সত্য হয়ে থাকে, সে ক্ষেত্রে কী উপায়ে বাঁচবেন ব্যবহারকারীরা? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাসওয়ার্ড বদলানোর জন্য যে মেল আসে ফোনে, তা যে সব ক্ষেত্রেই ভুয়ো হয় না। কিন্তু হ্যাকাররা যে মেল পাঠায়, তা ঠিক না ভুল, সাধারণ চোখে দেখে বোঝার উপায় নেই। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের উচিত, মেলে পাঠানো লিঙ্ক না খুলে, ইনস্টাগ্রাম অ্যাপ থেকেই পাসওয়ার্ড বদলে নেওয়া।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইনস্টাগ্রামের ১.৭৫ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি গিয়েছে।
  • তাঁদের নাম, ইউজারনেম, ফোন নম্বর, ইমেল আইডি-সহ বিভিন্ন তথ্য ফাঁস করা হয়েছে হ্যাকারদের 'বিচরণক্ষেত্র' ডার্ক ওয়েবে।
  • এমনটাই দাবি করল সাইবার সিকিওরিটি সংস্থা 'মালঅয়্যারবাইট'।
Advertisement