সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষসেরা ফুটবলারের শিরোপা পেলেন ফ্রান্স তারকা উসমান দেম্বেলে। স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে পিছনে ফেলে সেরার শিরোপা উঠল পিএসজি তারকার মাথায়। সোমবার খেতাব জেতার পর নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি ফরাসি তারকা। প্রথমেই নিজের পরিবারকে ধন্যবাদ জানান। তারপরই পূর্বসুরি করিম বেঞ্জেমার স্মৃতি উসকে দিয়ে বলেন, এটা আসলে মানুষের ব্যালন ডি'অর।
কনিষ্ঠতম হিসাবে ব্যালন ডি'অর জয়ের হাতছানি ছিল ইয়ামালের সামনে। কিন্তু মাস্টারস্ট্রোকে ট্রফি গেল দেম্বেলের হাতে। এবার খেতাব জেতার দৌড়ে ছিলেন পিএসজিতে দেম্বেলের সতীর্থ ভিতিহনহাও। সকলকে টপকে শেষ পর্যন্ত বর্ষসেরা হলেন ২৮ বছর বয়সি দেম্বেলে। গত মরশুমে অনবদ্য পারফর্ম করেছেন ফরাসি তারকা। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম কারিগর তিনি। গোল, অ্যাসিস্ট, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া-সমস্ত ভূমিকাতেই সফল হয়েছেন দেম্বেলে।
২০২২ সালের পর দ্বিতীয় ফরাসি হিসাবে ব্যালন ডি'অর জিতলেন দেম্বেলে। পুরস্কার পেয়ে তাঁর চোখে জল। সামলে নিয়ে জানালেন, "আমি কাঁদতে চাইনি। কিন্তু যখনই পরিবারের কথা বলতে গিয়েছি, যারা আমার পাশে থেকেছে তাদের কথা ভেবেছি, তখন আর চোখের জল আটকাতে পারিনি। আমি কোনওদিন এই ট্রফি জেতার জন্য আলাদা করে চেষ্টা করিনি। তবে এই ট্রফি পেয়ে আমি খুবই খুশি।"
তারপরই বেঞ্জেমার সেই মহান উক্তি স্মরণ করিয়ে দিয়েছেন দেম্বেলে। ২০২২ সালে ব্যালন ডি'অর জেতার পর বেঞ্জেমা বলেছিলেন, এই ব্যালন ডি'অর মানুষের। সোমবার পিএসজি তারকা বলেন, "বেঞ্জেমা প্রথমবার মানুষের ব্যালন ডি'অর জিতেছিল। আমি দ্বিতীয়বার জিতলাম।" সম্প্রতি চোট পেলেও দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, আশাবাদী দেম্বেলে।
