দুলাল দে: যেখানে যাই সমস্যা হোক, এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ হবে। কিন্তু কত দিন ধরে হবে, কী ফরম্যাটে হবে, তা এখনও নিশ্চিত নয়। তবে হবে, এটা একপ্রকার নিশ্চিত। বিশেষ করে বুধবার ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেল একটি টুইট করে জানান, ফুটবলার, ক্লাব-সহ ভারতীয় ফুটবলের সব স্টেক হোল্ডারদের স্বার্থেই এই মরশুমে ঠিক লিগ হবে। ঠিক হয়েছে, বৃহস্পতিবার দুপুরে আইএসএলের সব ক্লাবদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করবেন কেন্দ্রীয় ক্রীড়া দফতরের আধিকারিকরা। সঙ্গে থাকবেন ফেডারেশন কর্তারাও।
আসল ঘটনা হল, এই মরশুমে আইএসএল চালু করার জন্য কেন্দ্রীয় সরকার এবং এফএসডিএলের সঙ্গে এই মুহূর্তে যোগসূত্রের কাজ করছেন ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেল। যাঁর আমলেই ভারতীয় ফুটবলে এসেছিল রিলায়েন্স। তিনিই উদ্যোগ নিয়েছেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এবং এফএসডিএলের মধ্যে কথা বলে এই মরশুমের লিগের বিষয়টি সমাধান করতে চাইছেন। আশা করা যাচ্ছে, কিছুদিনের মধ্যে সেই সমাধান হয়েও যাবে। তার আগে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় ক্রীড়া দফতরকে পুরো বিষয়টি জানাতে হবে। সুপ্রিম কোর্টে সরকার কী জানতে চাইছে, আশা করা হচ্ছে, আজ বৃহস্পতিবারের মিটিংয়েই ক্লাবগুলির সামনে কেন্দ্রীয় ক্রীড়া দফতরের আধিকারিকরা তাদের পরিকল্পনা জানাবেন।
বারবার ফেডারেশনকে চিঠি দিয়েও যখন কিছু হচ্ছে না, তখন কিছুটা বাধ্য হয়েই কেন্দ্রীয় ক্রীড়া সচিবের সঙ্গে মঙ্গলবার আইএসএল ক্লাবগুলির প্রতিনিধি হয়ে আলোচনায় বসেন হায়দরাবাদের সিইও ধ্রুব। আইএসএলের ক্লাবগুলির সিইও-রা নিজেদের মধ্যে আলোচনা করে ধ্রুবকে তাদের প্রতিনিধি হিসাবে আলোচনা করতে পাঠান। সেই আলোচনায় অবশ্য সমাধান সূত্রই বার হয়নি। যতদূর খবর পাওয়া যাচ্ছে, ধ্রুব প্রস্তাব দেন, ফেডারেশনের সংবিধান পরিবর্তন না করেও লিগের কিছু নিয়মাবলি পরিবর্তন করলে ক্লাবগুলি এই মরশুমের লিগ আয়োজন করতে পারবে। কিন্তু ক্রীড়াসচিব সরাসরি কিছু উত্তর না দিয়ে বলেন, চিন্তা করার কোনও কারণ নেই। এই মরশুমের লিগ হবে। তারই প্রস্তুতি চলছে। ফলে ক্লাবগুলি বুঝে যান, এই মরশুমে ক্লাবগুলির লিগ আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। কেন্দ্রীয় সরকার সব পক্ষর সঙ্গে আলোচনা করে লিগ করার প্রস্তুতি চালাচ্ছে।
যতদূর জানা যাচ্ছে, প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেলের সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া দফতর এবং এফএসডিএলের আলোচনা অনেকটাই এগিয়েছে। ফলে এই মরশুমে লিগ করার প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় সরকার সোমবার আদালতে যাবে কি না এখনই বোঝা যাচ্ছে না। সোমবার আদালতে যাওয়ার সম্ভাবনা বেশি। নাহলে জানুয়ারিতে সুপ্রিম কোর্ট খোলার পর যাবে। যা জানা যাচ্ছে, বৃহস্পতিবারের মিটিংয়ে সেটাই খুলে আলোচনা হতে পারে। তবে পাশাপাশি এটাও ঠিক, কম করে ১৫ বছরের চুক্তির ব্যাপারে নিশ্চয়তা পাওয়ার পরই রিলায়েন্স এই মরশুমের আইএসএল করার জন্য এগিয়ে আসবে। ফলে নতুন করে টেন্ডার না ডেকে যদি এই মরশুমের লিগ করে দেওয়ার জন্য এফএসডিএল রাজি হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে, টেন্ডারেরর শর্তগুলি এফএসডিএলের মতো করেই হবে। তবে আশা করা হচ্ছে, শর্ত বদলে এই মরশুমের লিগ শুরুর আগেই আইএসএলের দীর্ঘ চুক্তির জন্য টেন্ডার ডাকা হবে। তবে বৃহস্পতিবার মিটিংটা ভীষণই গুরুত্বপূর্ন ভারতীয় ফুটবলের জন্য। এদিকে, এদিন আনোয়ার আলি কে নিয়ে বুধবার এক দফা শুনানি হয়ে গেল। বৃহস্পতিবার ফের শুনানি।
