shono
Advertisement
Real Madrid

এল ক্লাসিকো হার, দলের মধ্যেও বিরাট ভাঙন! চাকরি হারালেন জাবি, রিয়ালের নতুন কোচ কে?

হারের ২৪ ঘন্টার মধ্যেই জাবিকে ছেঁটে ফেলা হল কোচের পদ থেকে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:27 AM Jan 13, 2026Updated: 01:04 PM Jan 13, 2026

এল ক্লাসিকোতে হারের পরই জাবি আলোন্সোকে কোচের পদ থেকে ছাঁটাই করল রিয়াল মাদ্রিদ। মাসসাতেক আগে কার্লো আন্সেলোত্তির জায়গায় রিয়াল কোচের দায়িত্ব পেয়েছিলেন জাবি। কিন্তু রবিবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পরেই চাকরি গেল রিয়াল কোচের। হারের ২৪ ঘন্টার মধ্যেই জাবিকে ছেঁটে ফেলা হল কোচের পদ থেকে।

Advertisement

স্প্যানিশ তারকার কোচিংয়ে শুরুটা ভালো হলেও মাঝপথেই খেই হারায় রিয়াল। তখনই শোনা যাচ্ছিল কোচের পদ থেকে সরানো হতে পারে জাবিকে। শেষপর্যন্ত সেটাই হল। সুপার কাপে হারের পর সোমবার 'দু'পক্ষের সম্মতিতে বিচ্ছেদ'-এর কথা ঘোষণা করে রিয়াল। তারা বলেছে, 'জাবি আলোন্সো এবং তাঁর কোচিং স্টাফকে ধন্যবাদ। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা থাকল।' জাবির জায়গায় রিয়ালের নতুন কোচ হচ্ছেন রিয়াল মাদ্রিদের 'বি' দলের কোচ আলভারো আরবেলোয়া।

উল্লেখ্য, রবিবার রাতের এল ক্লাসিকোর শুরুটা ছিল খুবই ম্যাড়মেড়ে। কিন্তু ম্যাচের বয়স যখন ৩৬ মিনিট, বার্সেলোনার প্রথম প্রদীপ জ্বলে উঠল ব্রাজিলিয়ান তারকা রাফিনহার গোলে। তারপর একেবারে নাটকীয় ভঙ্গিতে বদলে যায় এল ক্লাসিকোর মেজাজ। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল হল তিনটি! ৪৭ মিনিটে (৪৫+২) ডি বক্সে ঢুকে বার্সার দুই ডিফেন্ডারকে কাটিয়ে অনবদ্য গোল ভিনসিয়াস জুনিয়রের। সমতায় ফেরে রিয়াল। দু’মিনিট পরেই পেদ্রির পাস থেকে নিখুঁত গোল লেয়নডস্কির। এগিয়ে যায় বার্সা। তিন মিনিটের মধ্যে গঞ্জালো গার্সিয়ার গোলে আবারও সমতায় ফেরে ‘লস ব্লাঙ্কোস’রা।

তবে দ্বিতীয়ার্ধে আবারও খানিকটা ঝিমিয়ে পড়ে ম্যাচ। তারপর বলা চলে একক নৈপুণ্যে বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। বক্সের ভিতর স্লিপ করে পড়ে যাওয়ার মুহূর্তে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের শট আসেন্সিওর পায়ে লেগে রিয়ালের জালে জড়িয়ে যায়। ৭২ মিনিটের ওই গোলেই লেখা হয়ে যায় এল ক্লাসিকোর ভাগ্য। সঙ্গে কপাল পোড়ে জাবিরও। শোনা যাচ্ছে, রিয়াল ড্রেসিংরুম দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছে। দলের মধ্যে একতা নেই। সেই বিবাদও সামলাতে পারেননি জাবি। তাঁকে বরখাস্ত করার সেটাও অন্যতম কারণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement