স্টাফ রিপোর্টার: ডার্বির আগে মহামেডান ফুটবলারদের ভোকাল টনিক দেবেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য সন্দীপ পাটিল। শুক্রবার মহামেডান অনুশীলনে পাটিলকে আনার পরিকল্পনা করেছেন মহামেডানের ইনভেস্টার কর্তারা। হায়দরাবাদ ম্যাচের শেষেই সাদা কালো ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করার জন্য একজন ‘মেন্টাল স্ট্রেংথ’ ট্রেনারকে দলের সঙ্গে রাখতে চেয়েছিলেন কর্তারা।
কিন্তু মাঝের এক সপ্তাহের বেশি সময়ের মধ্যেও পছন্দমতো ট্রেনার না পাওয়ায় ‘মেন্টাল স্ট্রেংথ’ ট্রেনারকে আনতে পারেননি মহামেডান কর্তারা। তখন পাতিলকে এনে ফুটবলারদের উদ্বুদ্ধ করার পরিকল্পনা করেন মহামেডানের ইনভেস্টার কর্তারা। এই মুহূর্তে পাটিল মহামেডান ইনভেস্টার শ্রাচির সঙ্গে যুক্ত রয়েছেন। ইতিমধ্যেই মহামেডান সম্পর্কে দীপেন্দু বিশ্বাসদের থেকে খোঁজ খবর নিয়েছেন পাটিল।
এদিকে, ডার্বিতে জোসেফ আদজেইর খেলার আশা ছাড়ছেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ। বুধবারও তিনি অনুশীলনে এসেও দলের সঙ্গে অনুশীলন করতে পারলেন না। দল যখন অনুশীলন করছিল, সারাক্ষণ তিনি সাইড লাইনে ফিজিওর কাছে রিহ্যাব করলেন। শেষ পর্যন্ত শনিবার তাঁর বদলে ফ্লোরেন্ট ওগিয়েরের উপরই আস্থা রাখতে হবে চেরনিশভকে। হায়দরাবাদ এফসি ম্যাচে ওগিয়ের আর গোলকিপার পদম ছেত্রীর ভুল বোঝাবুঝিতে ম্যাচের শুরুতেই গোল খেতে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে।
এদিনের অনুশীলনে আবার হাতাহাতিতে জড়িয়ে পড়লেন অ্যালেক্সিস গোমেজ ও মহম্মদ ইরশাদ। তবে সতীর্থরা পরিস্থিতি সামাল দেওয়ায় ঘটনাটি খুব বেশি দূর গড়ায়নি। সিচুয়েশন অনুশীলনের সময় দুই ফুটবলারের মধ্যে ঘটনাটি ঘটেছে। শেষ ম্যাচে চার গোল খেয়ে পর্যুদস্ত হতে হয়েছিল মহামেডানকে। সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এই ডার্বিতেই ঘুরে দাঁড়াতে মরিয়া অ্যালেক্সিস গোমেজরা। মহামেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলছেন, “আইএসএলের ছ’টা ম্যাচের মধ্যে চারটে ম্যাচে আমরা খারাপ খেলিনি। আশা করব এই ম্যাচে খুব খারাপ ফল হবে না। জোসেফ না পারলে ফ্লোরেন রয়েছে।” ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের দ্বাদশ স্থানে রয়েছে মহামেডান। অন্যদিকে ছয় ম্যাচে এখনও পয়েন্ট সংগ্রহ না করতে পেরে লিগ টেবিলের শেষে রয়েছে ইস্টবেঙ্গল। যদিও এই ম্যাচে নামার আগে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে মাদিহ তালালদের আত্মবিশ্বাস বেড়েছে অনেকটাই।