সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়াল মাদ্রিদের চরম দুঃসময়। পর পর ম্যাচ হারছে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল। ঠিক এর উলটো ছবি বার্সেলোনায়। লামিনে ইয়ামালরা খেলার মাঠে রীতিমতো ফুল ফোটাচ্ছেন। লা লিগার পর চ্যাম্পিয়ন্স লিগেও ছুটছে বার্সার বিজয়রথ। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারালেন লেওয়নডস্কিরা।
ম্যাচের শুরুটা অবশ্য সমানে সমানেই হয়েছিল। প্রথম গোল করেছিলেন বার্সেলোনার ইনিগো মার্টিনেজ। সেটা ম্যাচের ১৩ মিনিটে। ২৭ মিনিটে বেলগ্রেডের সিলাস গোল শোধ করে দেন। এরপর ৪৩ মিনিটে ফের এগিয়ে যায় বার্সা। ম্যাচে নিজের প্রথম গোল করেন লেওয়নডস্কি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ফের গোল করে ব্যবধান বাড়ান বার্সার স্ট্রাইকার। সেটা ম্যাচের ৫৩ মিনিট। দু মিনিটের মধ্যে ফের গোল করে বার্সা। এবার স্কোরশিটে নাম তোলেন রাফিনহা। ৭৬ মিনিটে ফেমিন লোপেজের গোলে এগিয়ে ৫-১ করে ফেলে বার্সা। শেষদিকে বেলগ্রেডের মিলসন একটি গোল পরিশোধ করেন।
বার্সার জয়ের দিনে অবশ্য দুঃসংবাদ পেয়েছে ইউরোপের অন্য দুই বড় ক্লাব। ইন্টারের বিরুদ্ধে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। অন্যদিকে মেসি-নেইমারদের প্রাক্তন ক্লাব পিএসজি হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। অ্যাটলেটিকো পিএসজিকে হারিয়েছে ২-১ গোলে। এদিকে বায়ার্ন মিউনিখ ১-০ গোলে হারিয়েছে বেনফিকাকে।
একদিন আগে ইউরোপের দুই হেভিওয়েট ক্লাব পরাজয়ের মুখ দেখেছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এসি মিলানের কাছে রিয়ালের বড় হার। এসি মিলান ৩-১ গোলে হারায় রিয়ালকে। ইউরোপের আরেক হেভিওয়েট ক্লাব ম্যান সিটি স্পোর্টিং লিসবনের কাছে হেরেছে ৪-১ গোলে। বড় ক্লাবগুলির হারের মাঝে বার্সার জয় চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে এগিয়ে দিল কাতালুনিয়ার ক্লাবটিকে।