shono
Advertisement
Erick Ten Hag

দু'ম্যাচ পরই ছাঁটাই টেন হ্যাগ, এক সপ্তাহে চাকরি গেল তিন প্রাক্তন ম্যান ইউ কোচের

কোন কোন প্রাক্তন ম্যান ইউ কোচ চাকরি খোয়ালেন।
Published By: Subhajit MandalPosted: 04:00 PM Sep 02, 2025Updated: 04:00 PM Sep 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের মে মাসে জাবি অ্যালন্সো বেয়ার লেভারকুসেনের দায়িত্ব ছাড়ার পর এরিক টেন হ্যাগকে কোচের পদে নিয়োগ করেছিল ক্লাব কর্তৃপক্ষ। তাঁর পরমার্শেই নতুন মরশুমের দল গঠন করেছিল লেভারকুসেন। কিন্তু লেভারকুসেনের কোচের পদে টেন হ্যাগের স্থায়িত্ব হল বুন্দেশলিগায় দু'টি ম্যাচ।

Advertisement

প্রথম ম্যাচে হেরে গিয়েছিল লেভারকুসেন। দ্বিতীয় ম্যাচে তিন গোলে এগিয়ে থাকার পর ৩-৩ ড্র করে ওয়েডার ব্রেমেনের সঙ্গে। আর ঝুঁকি নিতে পারেননি লেভারকুসেনের ক্লাব কর্তৃপক্ষ। লিগের মাত্র দু'টি ম্যাচ কোচ হিসাবে দায়িত্বে থাকার পরই টেন হ্যাগকে ছাঁটাই করে দিলেন তাঁরা।

সব থেকে অবাক করার মতো ঘটনা, গত এক সপ্তাহের মধ্যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তিন কোচ ছাঁটাই হলেন। গত বৃহস্পতিবার বেসিকতাস ছাঁটাই করেছিল প্রাক্তন ম্যান ইউ কোচ ওলে গানার সোলসায়ারকে। শুক্রবার ফেনেরবাখ ছাঁটাই করে ম্যান ইউয়ের প্রাক্তন কোচ জোস মোরিনহোকে। আর সোমবার ছাঁটাই হলেন আর এক প্রাক্তন ম্যান ইউ কোচ টেন হ্যাগ। লেভারকুসেনের পক্ষ থেকে বলা হয়েছে, 'টিমের যা পারফরম্যান্স, তাতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।'

এর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হিসাবেও বিরাট কিছু দাগ কাটতে পারেননি টেন হ্যাগ। তাঁর হাত ধরে রেড ডেভিলরা একটি কারাবাও কাপ ও একটি এফএ কাপ জিতলেও প্রায় ৩ বছরে লিগে সাফল্যের ঝুলি ছিল শূন্য। ম্যান ইউ ছাড়ার পরও সেই দুঃস্বপ্ন টেন হ্যাগের পিছু ছাড়ছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি বছরের মে মাসে জাবি অ্যালন্সো বেয়ার লেভারকুসেনের দায়িত্ব ছাড়ার পর এরিক টেন হ্যাগকে কোচের পদে নিয়োগ করেছিল ক্লাব কর্তৃপক্ষ।
  • তাঁর পরমার্শেই নতুন মরশুমের দল গঠন করেছিল লেভারকুসেন।
  • লেভারকুসেনের কোচের পদে টেন হ্যাগের স্থায়িত্ব হল বুন্দেশলিগায় দু'টি ম্যাচ।
Advertisement