বেঙ্গল সুপার লিগে এদিন ছিল ডবল হেডার। জয়ের সরণিতে ফিরল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ঘরের মাঠে তারা হারিয়েছে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি'কে। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের তিনে পৌঁছে গেল মেহতাব হোসেনের দল। অন্য ম্যাচে ড্র করল জেএইচআর রয়্যাল সিটি এফসি।
দারুণ লড়াই চলছে বেঙ্গল সুপার লিগে। টানটান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ-লুডোর খেলা চলছে। বুধবার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে প্রথম চারে নিজেদের জায়গা মজবুত করতে চাইছিল সুন্দরবন। অন্যদিকে, কোয়ালিফিকেশনের দৌড়ে টিকে থাকতে হলে নর্থবেঙ্গলকে ভালো ফলাফল করতে হত।
বুধবার ক্যানিং স্টেডিয়ামে শুরু থেকেই উজ্জীবিত ফুটবল উপহার দেয় দু'টি দলই। উভয় দলই একাধিক সুযোগ পেয়েছিল। গোল হয়নি। প্রথমার্ধ থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে প্রতীকের গোলে ডেডলক ভাঙে সুন্দরবন। শেষ পর্যন্ত স্কোর লাইন সেটাই থাকে। ১-০ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সুন্দরবন। অন্য ম্যাচে জেএইচআর রয়্যাল সিটি এফসি বনাম নর্থ চব্বিশ পরগনার ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়। ড্র করলেও শীর্ষে রয়েছে রয়্যাল সিটি।
এই অবস্থায় ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়্যাল সিটি। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হাওড়া-হুগলি। তৃতীয় স্থানে রয়েছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। চারে নর্থ ২৪ পরগনা এফসি। ১২ ম্যাচে তারা ১৯ পয়েন্টে। পাঁচে বর্ধমান ব্লাস্টার্স। ১৩ ম্যাচে ১৮ পয়েন্টে তারা। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। এরপর ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে এফসি মেদিনীপুর। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩।
