সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল তাঁকে নিয়ে খুশিতে মেতে উঠবে 'আনন্দ নগরী'। কিন্তু সেটা সম্ভব হল কই? নির্ধারিত সময়ের আগেই লিওনেল মেসি যুবভারতী ছাড়তেই বাঁধ ভাঙে দর্শকদের ধৈর্যের। তাদের ক্ষোভের বিস্ফোরণে বিপুল ক্ষতির মুখে পড়ে যুবভারতী। যুবভারতীতে বিশৃঙ্খলার আঁচ গায়ে নিয়েই কলকাতা থেকে দুপুরের বিমানে হায়দরাবাদ পৌঁছে যান মেসি। হায়দরাবাদে এক ঘণ্টায় মোট ৮টি অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। এই গোট কনসার্ট ঘিরে নিরাপত্তা বাড়িয়ে আরও আঁটসাঁট করা হয়েছে।
হায়দরাবাদে মেসিকে ফলকনামা প্যালেসে মেসিকে স্বাগত জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। রাত ৮টার পর মেসির সঙ্গে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে যাওয়ার কথা রেবন্তর। সেখানে দু'জনের বল ড্রিবল করার কথা। রাত ৮.১৫ নাগাদ 'গোট কাপ'-এ খেলা দুই দলের সঙ্গে গ্রুপ ছবি তুলবেন আর্জেন্তিনীয় রাজপুত্র। এর মিনিট ১৫ পর হবে বিশেষ পেনাল্টি শুটআউট। এরপর মাঠ প্রদক্ষিণ করবেন মেসি।
এরপর একে একে আয়োজকদের সঙ্গে ছবি তোলা থেকে শুরু করে প্রদর্শনী ম্যাচের বিজয়ীর হাতে 'গোট কাপ' তুলে দেওয়ার কথা মেসির। এরপর সংবর্ধনা দেওয়া হবে ৮ বারের ব্যালন ডি'অর জয়ী তারকাকে। রাত ন'টা নাগাদ মেসির বর্ণাঢ্য কেরিয়ার এবং বিশ্ব ফুটবলে তাঁর অর্জনের প্রতি সম্মান জানিয়ে এক জমকালো সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।
অনুষ্ঠানের আগে রাচাকোন্ডার পুলিশ কমিশনার জি সুধীর বাবু নিরাপত্তা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছেন। তিনি মেসিভক্তদের সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, "যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। চার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলোর উদ্যোগে নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে মেসির সফর নিশ্চিত করবে। আমরা সতর্ক রয়েছি।" আসলে কলকাতায় যে ঘটনা ঘটেছে, তারপর কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না তেলেঙ্গানা সরকার।
