সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিপক্ষের ডিফেন্ডারকে শরীরের দোলায় মাটি ধরিয়ে গোল করেছেন তিনি। সেই আনসুমানা ক্রোমা ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। আগের থেকে তিনি এখন ভালো আছেন। কথা বলছেন। তবে খুব ধীরে।
স্ট্রোকের ধাক্কায় ডান পাশ অসাড় হয়ে গেলেও এখন অনেকটাই ঠিক আছেন বলে খবর। প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষের উদ্যোগে তৈরি হওয়া হাসপাতালে ভর্তি রয়েছেন লাইবেরিয়ান ফুটবলার। দেবজিৎ বলছিলেন, ''আগের থেকে এখন ভালো আছে ক্রমা। কবে ছাড়া হবে হাসপাতাল থেকে তা দিনদশেকের আগে বলা সম্ভব নয়।''
[আরও পড়ুন: লর্ডসে শুরু লর্ডসেই শেষ, জয় দিয়েই থামল কিংবদন্তি অ্যান্ডারসনের ক্রিকেট সফর]
কলকাতার ফুটবলে পরিচিত মুখ ক্রোমা। মোহনবাগান-ইস্টবেঙ্গলের জার্সি চাপিয়ে খেলেছেন অতীতে। চার্চিল ব্রাদার্সেও খেলেছেন তিনি। গত মরশুমে আই লিগের ক্লাব নেরোকার হয়ে খেলেন তিনি। কলকাতা লিগেও খেলেছেন ক্রোমা। কিন্তু লিগ এখন বিদেশিহীন।
ফলে ক্রোমার মতো অনেক বিদেশি ফুটবলার অর্থ রোজগার করার জন্য খেপের মাঠের উপরই ভরসা করে থাকতে হয়। ক্রোমা এমন সময়ে অসুস্থ হয়ে পড়েন। এই দুঃসময়ে ক্রোমার পাশে রয়েছেন তাঁর বন্ধু বান্ধবরা। তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছে কলকাতা ময়দান।