shono
Advertisement

ক্রেতা সেজে অভিযান, বিরল মেঘ চিতার চামড়া-সহ বনদপ্তরের জালে ২

ক্লাউডেড লেপার্ড কোন জায়গায় কবে শিকার করা হয়েছিল তা তদন্ত করে দেখছে বনদপ্তর।
Posted: 08:27 AM Oct 07, 2023Updated: 08:27 AM Oct 07, 2023

রাজকুমার, আলিপুরদুয়ার: বিরল মেঘ চিতার (ক্লাউডেড লেপার্ড) চামড়া-সহ দুজনকে গ্রেপ্তার করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের ১০ দিন বনদপ্তরের হেফাজতে পাঠিয়েছে।

Advertisement

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতরা উত্তরবঙ্গের বাসিন্দা। কিন্তু তাদের নাম ও বাসস্থান এখনই তদন্তের স্বার্থে প্রকাশ করছে না বনদপ্তর। এই মেঘ চিতা বা ক্লাউডেড লেপার্ড কোন জায়গায় কবে শিকার করা হয়েছিল তা তদন্ত করে দেখছে বনদপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে অভিযান চালায় বনদপ্তর। আর তারপরেই জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছ থেকেই দুই বন্য জন্তুর দেহাংশ পাচারকারীকে গ্রেপ্তার করে বনদপ্তর।

[আরও পড়ুন: কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড, বেকসুর খালাস ৪]

জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও সন্দীপ বেরোয়াল বলেন, “ক্লাউডেড লেপার্ডের চামড়া-সহ আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। ধৃতদের নাম, পরিচয় এখনই আমরা প্রকাশ করছি না। ধৃতরা জানিয়েছে তারা অসম থেকে এই চামড়া নিয়ে এসেছে। আমরা ঘটনার তদন্ত করছি।” উল্লেখ্য, ক্লাউডেড লেপার্ড বা মেঘ চিতা উত্তরবঙ্গের বক্সা বাঘ বন, জলদাপাড়া জাতীয় উদ্যান, নেওড়াভ্যালি বনাঞ্চল-সহ কয়েকটি বনাঞ্চলে রয়েছে। প্রায় লুপ্ত হয়ে যাওয়া এই নিশাচর বন্যপ্রাণীর চামড়া-সহ দুজন গ্রেপ্তারের ঘটনায় বনদপ্তরে তোলপাড়।

[আরও পড়ুন: হাই কোর্টের রায় শুনেই জ্ঞান হারালেন কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী, হতাশ টুম্পাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement