shono
Advertisement

‘চোট নিয়ে আইপিএল সম্ভব, দেশের হয়ে খেলা যায় না’, বলছেন ক্ষুব্ধ কপিল

দেশের ক্রিকেটারদের চোটআঘাত নিয়ে চিন্তিত কপিল।
Posted: 03:05 PM Jul 31, 2023Updated: 03:19 PM Jul 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) জন্য ক্রিকেটাররা নিজেদের দিকে তাকানোর সময় পাচ্ছেন না। ১৯৮৩-র বিশ্বজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব (Kapil Dev) এ কথা বলেছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ”বুমরাহর (Jasprit Bumrah) কী হল? আত্মবিশ্বাস নিয়ে রিহ্যাব শুরু করেছে ও। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে না থাকলে কী হবে। ওকে নিয়ে আমরা সময় খরচ করছি তাহলে। ঋষভ পন্থ দুর্দান্ত ক্রিকেটার। ও যদি থাকত, তাহলে টেস্ট ক্রিকেট আরও ভাল হত।”

Advertisement

চোট সারিয়ে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন বুমরাহ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দেখা যাবে তাঁকে। কপিল অবশ্য এত চোট আঘাতের জন্য আইপিএল-কে দুষছেন। দেশের প্রাক্তন অধিনায়ক বলছেন, ”আমার যে কোনওদিন চোট লাগেনি তা নয়। কিন্তু এখন এক বছরে ১০ মাস ধরে ক্রিকেট খেলা হচ্ছে। তবে প্রতিটি ক্রিকেটারেরই নিজেদের দিকে তাকানো উচিত। আইপিএল দুর্দান্ত একটা জিনিস। কিন্তু আইপিএল ক্ষতিও করতে পারে। অল্প চোট নিয়ে আইপিএল খেলা সম্ভব। কিন্তু অল্প চোট নিয়ে ভারতের হয়ে খেলা সম্ভব নয়। বরং খেলা থেকে বিশ্রাম নেওয়া যেতে পারে। এসব ব্যাপারে আমি খুব পরিষ্কার।” 

[আরও পড়ুন: ৩ আগস্ট শুরু ডুরান্ড কাপ, উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী]

 

কপিলের মতে, চোট আঘাত সামলানোর ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডকে আরও বেশি সক্রিয় হতে হবে। কপিল বলেন, ”অল্প স্বল্প চোট আঘাত থাকলে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলে খেলে দেওয়া সম্ভব। ক্রিকেট বোর্ডের বোঝা উচিত ক্রিকেটাররা কতগুলো ম্যাচ খেলতে পারবে। আমার মনে হয়, ক্রিকেটারদের চোট আঘাত নিয়ে বোর্ডের কিছু সমস্যা আছে।” 

[আরও পড়ুন: ২০২৬ সালের বিশ্বকাপেও খেলবেন মেসি? মহাতারকার ইনস্টাগ্রাম স্টোরিতে তুঙ্গে জল্পনা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement