সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরল ঋষভ পন্থের ভয়ংকর দুর্ঘটনার স্মৃতি। এবার বড়সড় পথদুর্ঘটনার কবলে পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রবীণ কুমার। অল্পের জন্য বাঁচল প্রাণ।
গতকাল উত্তরপ্রদেশের মীরাটে ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, ল্যান্ড রোভারে নিজের ছেলের সঙ্গে পাণ্ডব নগর থেকে ফিরছিলেন প্রবীণ কুমার (Praveen Kumar)। ঠিক সেই সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে প্রবীণের গাড়িতে। গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে প্রাক্তন পেসার এবং তাঁর ছেলের বিশেষ আঘাত লাগেনি। পুলিশ তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।
[আরও পড়ুন: ‘ইডির ক্ষমতায় লাগাম না পরালে এদেশে কেউই নিরাপদ নন’, সুপ্রিম কোর্টে দাবি আইনজীবীর]
ইতিমধ্যেই ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার কথা সামনে আসতেই আতঙ্ক ছড়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তাঁদের স্মৃতিতে ফিরে আসে পন্থের ভয়াবহ স্মৃতি। গত বছরের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে রুরকি যাওয়ার পথে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় উইকেটকিপার। দুর্ঘটনায় তাঁর গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির কাচ ভেঙে বেরিয়ে এসে কোনওক্রমে প্রাণে বাঁচেন তিনি। চোট এতটাই গুরুতর যে এখনও মাঠে নামতে পারেননি তিনি। এখনও রিহ্যাব চলছে তাঁর।
তবে এই প্রথমবার নয়। এর আগে ২০০৭ সালেও পথ দুর্ঘটনার কবলে পড়েন প্রবীণ কুমার। সেই সময় জিপ থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। এবার নিজের ছেলের সঙ্গে যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটল তাঁর।