সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু প্রাক্তন ডাচ তারকা ওয়েসলি স্নেইডার (Wesley Sneijder) বলছেন, ২০১০ সালে মেসির ব্যালন ডি’অর পাওয়া অন্যায্য ছিল।
২০১০ সালে স্নেইডার ছিলেন ইন্টার মিলানে। সেবার ইন্টারের কোচ ছিলেন হোসে মোরিনহো। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইন্টার মিলান (Inter Milan) জার্মানির বায়ার্ন মিউনিখকে হারায়। চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও মোরিনহোর কোচিংয়ে সেবার ইন্টার মিলান সিরি আ-র পাশাপাশি কোপা ইটালিয়া জিতেছিল। তবুও ব্যালন ডি’অর হাতে ওঠেনি স্লেইডারের। ভোটে চতুর্থ হন তিনি।
[আরও পড়ুন: আজ নর্থ-ইস্টকে হারালে নয় থেকে সাতে উঠবে ইস্টবেঙ্গল, কুয়াদ্রাত বলছেন, ‘আমার ছেলেরা তৈরি’]
মেসি সেবারের ব্যালন ডি’অর জয়ী। দুই ও তিন নম্বর পজিশনে ছিলেন বার্সার দুই তারকা- ইনিয়েস্তা এবং জাভি। উল্লেখ্য, সেমিফাইনালে মেসির বার্সাকে হারিয়েছিল ইন্টার মিলান। ইন্টার মিলানের প্রাক্তন তারকা স্নেইডার মিশরের একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “২০১০ সালে আমি ব্যালন ডি’অর জিততে পারিনি। মেসি জিতেছিল। সেটা অন্যায্য ছিল। ব্যালন ডি’অর জিততে না পারায় কান্নাকাটি করার মতো লোক আমি নই। একক ভাবে জেতা যায় ব্যালন ডি’অর। তবে আমি দলগত ভাবে পুরস্কার জিততে চাই। চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি’অরের মধ্যে যে কোনও একটি বাছতে হলে আমি চ্যাম্পিয়ন্স লিগকেই বেছে নেব। আমি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলাম, এতেই আমি খুশি।”
২০১০ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে স্নেইডারের পাস থেকে দিয়েগো মিলিতো দ্বিতীয় গোলটি করেছিলেন ইন্টার মিলানের হয়ে।