সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোলাজলে মাছ ধরা সম্ভবত একেই বলে। বিরাট কোহলিকে (Virat Kohli) ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে যখন ঝড় উঠছে, তখনই সুযোগ বুঝে বিসিসিআইকে তোপ দেগে দিলেন এক পাক ক্রিকেটার। তিনি দানিশ কানেরিয়া (Danish Kaneria)। পাক ক্রিকেট থেকে নির্বাসিত। এবং আপাতত তাঁর রোজগারের মূল উৎস নিজের ইউটিউব চ্যানেল। সেই ইউটিউব চ্যানেলেই কানেরিয়া বললেন, এভাবে বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে অপমান করেছে ভারতীয় বোর্ড।
কানেরিয়া বলছেন, “কোহলিকে এভাবে অধিনায়কত্ব থেকে সরিয়ে বিসিসিআই (BCCI) কি সঠিক কাজ করেছে? আমার মনে হয় না। ওঁরা ওঁকে সম্মানই করল না। কোহলির নেতৃত্বে ভারত ৬৫টি ম্যাচ জিতেছে। যা কিনা ভারতের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। এ হেন একজন অধিনায়ককে সরানোর আগে একবার জানানোও হল না। ওঁর রেকর্ড বলছে, ওঁর আরও সম্মান পাওয়া উচিত। আইসিসি (ICC) ট্রফি না জিতলেও যেভাবে ও নেতৃত্ব দিয়েছে, সেটা দুর্দান্ত।”
[আরও পড়ুন: অনন্য নজির নাথান লিয়ঁর, ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে অজিরা]
এরপরই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) কিঞ্চিত খোঁচা দিতেও ছাড়েননি প্রাক্তন পাক স্পিনার। বললেন,”সৌরভ গঙ্গোপাধ্যায় এত বড় নাম। একজন প্রাক্তন অধিনায়ক। ওঁর উচিত ছিল কোহলিকে জানানো যে, তিনি রোহিতকে (Rohit Sharma) অধিনায়ক করতে চান।” যদিও কানেরিয়া মনে করছেন, বিরাটের অধিনায়কত্ব যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ব্যাট হাতে তাঁর ব্যর্থতা। তিনি মনে করছেন, লাগাতার বড় ইনিংস খেলতে না পেরেই ওয়ানডে অধিনায়কত্ব খোয়ালেন ভারতের টেস্ট অধিনায়ক।
[আরও পড়ুন: ‘আমার কোচ হওয়া আটকানোর চেষ্টা হয়েছিল’, ফের কি শাস্ত্রীর নিশানায় সৌরভ?]
আরেক প্রাক্তন পাকিস্তান তারকা সলমন বাট অবশ্য বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে অবাক নন। তিনি মনে করছেন, একসঙ্গে এতগুলো ফরম্যাটের অধিনায়কত্ব বিরাটের উপর বাড়তি চাপ সৃষ্টি করছিল। আর এই চাপের জন্য তাঁর ব্যাটে সেঞ্চুরি আসছে না। বাট মনে করছেন, অধিনায়কত্বের চাপ কমলে ব্যাট হাতেও সফল হবেন তিনি।