সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপরাজিত থেকে বিশ্বকাপ ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ব্রিগেড আফগানিস্তানকে দাঁড়াতেই দেয়নি সেমিফাইনালে। অন্যদিকে টিম ইন্ডিয়াও গায়ানায় মাটি ধরিয়েছে ইংল্যান্ডকে। বাটলার-আর্চারদের বিরুদ্ধে ভারতের দুরন্ত পারফরম্যান্স দেখার পরে পাকিস্তানের প্রাক্তন তারকা শোয়েব আখতার (Shoaib Akhtar) দক্ষিণ আফ্রিকাকে সতর্ক করে দিয়েছেন।
ইউটিউবে শোয়েব বলেছেন, ভারতের স্পিনারদের খেলতে রীতিমতো বেগ পেতে হবে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। শোয়েব বলেন, ''ফাইনালে ওঠারই যোগ্য ভারত। অভিনন্দন ভারতকে। দীর্ঘদিন ধরে আমি বলে আসছি শেষ দুটো বিশ্বকাপ ভারতেরই জেতা উচিত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপও জেতা উচিত ওদেরই। টস জিতলে দক্ষিণ আফ্রিকারই প্রথমে ব্যাট করা উচিত। দক্ষিণ আফ্রিকা প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলছে। তবে ভারতের এই স্পিনারদের বিরুদ্ধে কে রান করবে? এই বিশ্বকাপ ভারতেরই জেতা উচিত।''
[আরও পড়ুন: ‘অতঃপর ভারতই জিতল’, জটিল অঙ্ক কষে ভনকে কটাক্ষ অশ্বিনের]
গতবার পঞ্চাশ ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও হার মানে ভারত। শোয়েব আখতার বলছেন, ''আমি সবসময়েই চাই টুর্নামেন্টে জিতুক ভারত। গতবার বিশ্বকাপ না জেতায় আমি খুব আঘাত পেয়েছিলাম। ভারতের জেতা উচিত ছিল। ওরাই যোগ্য ছিল।''
এবারের বিশ্বকাপে একেবারেই ফর্মে নেই বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেও তিনি ব্যর্থ। অনেকেই মনে করছেন ফাইনালে কোহলির ব্যাট কথা বলবে। শোয়েব আখতার ভারতের তারকা ব্যাটারকে পরামর্শ দিয়ে বলছেন, ''রোহিত শর্মা আর ঋষভ পন্থের ওপেন করা উচিত। বিরাট কোহলির তিন নম্বরে নামা উচিত। কোহলি যদি নিজের স্বাভাবিক ব্যাটিং পজিশনে নামে, তাহলে ভারতের সমস্যার সমাধান হয়ে যাবে। ওপেনিং স্লট কোহলির জায়গা নয়। একটু সময় নিয়ে লুজ বলে মারে কোহলি। ম্যাচ যত গড়ায় কোহলির স্ট্রাইক রেটও ভালো হতে থাকে। কোহলি সহজাত ওপেনার কিনা, তা নিয়ে আমার মনে সন্দেহ রয়েছে। পন্থ ওপেন করতে নামলে সমস্যার সমাধান হয়ে যাবে।''