সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লা লিগায় ছন্দে ফিরেছে বার্সেলোনা। কিন্তু তার মধ্যেই বিপদে ফেলেছে চোট-আঘাতের সমস্যা। যে তালিকায় সদ্য নাম উঠেছে গোলকিপার টের স্টেগানের। অবস্থা এমনই দাঁড়িয়েছে যে এখন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলারের দিকে হাত বাড়াচ্ছে বার্সা।
স্পেনের লিগে শীর্ষে রয়েছে লিওনেল মেসির পুরনো ক্লাব। নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে আগুন ঝড়াচ্ছেন ইয়ামাল-পেদ্রিরা। কিন্তু সমস্যা কিছুতেই মিটছে না। ডিফেন্ডার ক্রিশ্চেনসন, আরাউহো, মিডফিল্ডার দানি ওলমো, গাভি, ডি ইয়ং, বার্নাল এবং উইঙ্গার ফেরমিন মাঠের বাইরে। সেই তালিকায় নতুন নাম গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগান।
ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচ চলাকালীন চোট পান জার্মান গোলকিপার। বার্সেলোনা সেই ম্যাচ ৫-১ ব্যবধানে জিতলেও প্রবল চাপে কোচ হ্যান্সি ফ্লিক। ডান পায়ের গোড়ালির চোটে প্রায় গোটা মরশুমের জন্যই ছিটকে গিয়েছেন টের স্টেগান। রিজার্ভ বেঞ্চের তরুণ গোলকিপারদের উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারছে না বার্সা। এই পরিস্থিতিতে ভরসার হাত বাড়িয়ে দিচ্ছেন রিয়াল মাদ্রিদের গোলকিপার।
টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল লস ব্ল্যাঙ্কোসরা। তখন গোলকিপার ছিলেন কেলর নাভাস। রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে 'কিংবদন্তি' তালিকাতেও রয়েছেন তিনি। পরে যোগ দেন এমবাপের পুরনো ক্লাব পিএসজি-তে। ৩৭ বছর বয়সি গোলকিপার এখন অবশ্য কোনও ক্লাবে খেলেন না। অবসর নিয়েছেন কোস্টারিকার জাতীয় দল থেকেও। এবার তাঁকেই দলে নিতে পারে বার্সেলোনা। সেটা অবশ্য স্বল্পমেয়াদী চুক্তিতে। নাভাস নিজেও এই চুক্তি নিয়ে ইচ্ছুক। শেষ পর্যন্ত নাভাস বার্সেলোনার জার্সি গায়ে দেন কিনা সেটাই দেখার।