shono
Advertisement

Breaking News

চার মাসের ছোট্ট শিশুকে কোলে নিয়েই ভোট দিলেন সাংসদ মা

এদিন ‘ব্রেক্সিট’-এর পথে আরও এক ধাপ এগোল ব্রিটেন৷ The post চার মাসের ছোট্ট শিশুকে কোলে নিয়েই ভোট দিলেন সাংসদ মা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:25 AM Feb 03, 2017Updated: 04:55 AM Feb 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র চার মাস আগে জন্মেছে অ্যালেস্টার। তার মধ্যেই ব্রিটেনের ইতিহাসে অন্যতম অধ্যায়ের সাক্ষী থাকল একরত্তি শিশুটি। বৃহস্পতিবার হাউস অফ কমন্স-এ ছিল ব্রেক্সিট নিয়ে ভোটাভুটি। সেই ভোটে মা তথা নর্থ নরউইচের কনজারভেটিভ দলের এমপি কোল স্মিথের সঙ্গে হাজির ছিল সে-ও। ৩৪ বছরের এই এমপি এতদিন মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন৷ কিন্তু দেশের সবচেয়ে বড় ইস্যু নিয়ে ভোটে অংশ না নিয়ে থাকতে পারেননি৷ সোজা চলে এসেছিলেন পার্লামেন্টে৷ কিন্তু কোলের শিশুটিকে কোথায় রাখবেন?  তাই সঙ্গে নিয়ে আসেন তাকে৷

Advertisement

এর আগে গত সপ্তাহে স্মিথ জানিয়েছিলেন, দেশের স্বার্থে তিনি ভোট দিতে যাবেন। আর এদিন ছেলেকে সঙ্গে নিয়ে যখন হাউস অব কমন্স-এ প্রবেশ করার সময় স্পিকার জন বারকো-সহ অন্য এমপি-রা তাঁকে স্বাগত জানান৷ বারকো বলেন, ‘আমি স্মিথকে এই নিয়ে বেশি ভাবনা-চিন্তা করতে বারণ করি। তাঁকে জানাই ছোট্ট শিশুটির ভিতরে আসতে অসুবিধার কিছু নেই।’ ভোটিং লবি দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী টেরেসা মে-র সঙ্গেও তাঁর সাক্ষাত্‍ হয়৷ স্পিকারের ঘরে সন্তানকে নিয়েই ভোট দেন স্মিথ৷ পরে বলেন, ‘এই ঘটনাটিকে কে কীভাবে দেখবে, সেটা একান্তই প্রত্যেকের নিজস্ব ব্যাপার, তবে আমার পুত্র ইতিহাসের সাক্ষী হয়ে থাকল৷ ভবিষ্যতে আমি তাকে এই কথাটা বলতে পারব। এজন্য আমি খুব সম্মানিত বোধ করছি৷’ এই প্রথম কোনও শিশু স্পিকারের চেম্বারে ঢুকল বলে জানিয়েছে ব্রিটেনের সংবাদমাধ্যম৷ তবে অনেকে বলছেন, এর আগে লেবার পার্টির এক সদস্য তাঁর সন্তানকে নিয়ে হাউস অব কমেন্স-এ প্রবেশ করেছিলেন।

এদিকে, এদিন ‘ব্রেক্সিট’-এর পথে আরও এক ধাপ এগোল ব্রিটেন৷ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে ব্রিটিশ সংসদে যে প্রস্তাব পেশ হয়েছিল, বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সেটি পাশ হয়েছে৷ শাসক দল কনজারভেটিভ (টোরি) ও প্রধান বিরোধী দল লেবার পার্টির বেশ কয়েকজন এমপি দলীয় হুইপ অমান্য করে প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেও লাভ হয়নি৷ ফলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বেরিয়ে আসার জন্য আলোচনা শুরু করতে টেরেসা মে সরকারের আর কোনও বাধা থাকল না৷

The post চার মাসের ছোট্ট শিশুকে কোলে নিয়েই ভোট দিলেন সাংসদ মা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement