shono
Advertisement

দেশে ফিরল ৪ পাক হাই কমিশন অফিসার

বহিষ্কার এড়াতে তড়িঘড়ি ওই চার সন্দেহভাজনকে দেশে ফেরাল ইসলামাবাদ৷ The post দেশে ফিরল ৪ পাক হাই কমিশন অফিসার appeared first on Sangbad Pratidin.
Posted: 12:37 AM Nov 03, 2016Updated: 07:08 PM Nov 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক দূতাবাসে গুপ্তচর চক্র ফাঁসের পর পিঠ বাঁচাতে নয়াদিল্লিতে অবস্থিত পাক হাই কমিশনের দফতর থেকে চার অফিসারকে দেশে ফিরিয়ে নিল পাকিস্তান৷ সূত্রের খবর, বুধবার এই চার অফিসার ওয়াঘা সীমান্ত মারফত দেশে ফিরে গেল৷ বহিষ্কৃত পাক গুপ্তচর মেহমুদ আখতার দিল্লি পুলিশের জেরার মুখে এই চারজনের নাম উল্লেখ করেছিল বলে সূত্রের খবর৷ বহিষ্কার এড়াতে তড়িঘড়ি ওই চার সন্দেহভাজনকে দেশে ফেরাল ইসলামাবাদ৷ পাক হাই কমিশনে কর্মরত আইএসআই এজেন্ট আখতার পুলিশি জেরার মুখে পাক গুপ্তচর চক্রের পাণ্ডাদের নাম ফাঁস করে দেয়৷ কূটনৈতিক কবচের জেরে গ্রেফতারি এড়ালেও গেলেও দেশ থেকে বহিষ্কার করে নয়াদিল্লি৷

Advertisement

দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার অফিসারদের সামনে লাগাতার জেরার মুখে পাক দূতাবাস কর্মী মেহমুদ আখতার কবুল করে, দিল্লির পাক দূতাবাসের ১৬ আধিকারিক সক্রিয়ভাবে গুপ্তচরবৃত্তিতে জড়িত৷ তাঁদের মধ্যে চারজন হল, কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দ ফারুক হাবিব, ফার্স্ট সেক্রেটারিয়ট খাদিম হুসেন, ক্লার্ক মুদাসসর চিমা এবং ভিসা অফিসার শাহিদ ইকবাল৷ এই নামগুলি প্রকাশ পেতেই রক্তচাপ বাড়ে ইসলামাবাদের৷ তাদের আশঙ্কা, এই অফিসারদের তুলে নিয়ে গিয়ে ভারতীয় গোয়েন্দারা জেরা করতে শুরু করলে আরও অনেক খবর ফাঁস হয়ে যেতে পারে৷ এদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তাও করতে পারে৷ তাই কোনও ঝুঁকি না নিয়ে এই চার দূতাবাস কর্মীকেই ফিরিয়ে নিল পাকিস্তান৷

ইতিমধ্যেই, মেহমুদ আখতার ভারত সরকারের হুঁশিয়ারি ও নির্দেশ মেনে পাকিস্তানে ফিরে গিয়েছে৷ পালটা জবাব হিসাবে ভারতীয় দূতাবাস কর্মী সুরজিত্‍ সিংকে অবাঞ্ছিত ঘোষণা করে পাকিস্তান থেকে বহিষ্কার করে৷ সুরজিত্‍ সিং প্রোটোকল মেনে ভারতে ফিরে এসেছেন৷ ভারত প্রমাণসমেত জানিয়েছিল, মেহবুব রাজপুত নামে এক ব্যক্তির জাল আধার কার্ড বানিয়ে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করেছিল আখতার৷ কিন্তু ম্যারাথন জেরার মুখে ভেঙে পড়ে সত্যি কবুল করে সে৷

ভারতীয় বিদেশমন্ত্রক পাক হাইকমিশনার বাসিত আলিকে ডেকে ছবি-সহ প্রমাণ দেখিয়ে সতর্ক করে দেয়, ভবিষ্যতে পাক দূতাবাস কর্মীরা যেন সংযত হয়ে চলে চলেন৷ আন্তর্জাতিক আইন মেনে চলেন৷ কূটনৈতিক শিষ্টাচার বিরোধী কোনও কাজ না করেন৷ এর অন্যথা হলে সেই সব কর্মীকে বেছে বেছে ভারত থেকে বহিষ্কার করা হবে৷

The post দেশে ফিরল ৪ পাক হাই কমিশন অফিসার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement