চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থল মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রাম থানার বিষ্ণুপুর হইতে শেরপুর রাজ্য সড়কের পাশে ভালকুন্দি মোড়। ঘটনাস্থলেই প্রাণহানি ৪ জনের। একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে ভরতি রয়েছেন তিনি।
প্রতিদিনের মতো শুক্রবার সকালে রাজ্য সড়কের পাশের চায়ের দোকানে তিনজন বসে চা খাচ্ছিলেন। পাশে আরও দু-তিনজনও ছিলেন। বিষ্ণুপুর থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। জানা গিয়েছে নিহতেরা হলেন হেবজুল শেখ, উজ্জ্বল শেখ, আল আমিন শেখ এবং প্রকাশ মার্জিত। নিহত হেবজুল শেখ, উজ্জ্বল শেখ, আল আমিন শেখ ভালকুন্দির বাসিন্দা। মুজিব শেখ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।
[আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে চিঠি, UGC’র চাপ, আটকে থাকা বেতন ও পেনশন মিলল বিশ্বভারতীতে]
দুর্ঘটনার পর থেকে পলাতক ডাম্পার চালক এবং খালাসি। তবে ঘাতক ডাম্পারটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে।স্থানীয়দের দাবি, প্রবল গতিতে ডাম্পারটি ধেয়ে আসার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। সাতসকালে এমন মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের প্রাণহানিতে এলাকায় নেমেছে শোকের ছায়া। চায়ের কাপে চুমুক দিতে না দিতেই চারজনের প্রাণহানির ঘটনায় শোকে ভাসছে নিহতদের পরিবার।