সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডে কাটা পড়ল গাছ। তাও আবার এক, দুটি নয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চারটি পূর্ণবয়স্ক গাছ কাটা হয়েছে এই এলাকায়। দিন সাতেক আগেই এই গাছগুলি কাটা হয়েছে বলে খবর। এই মুহূর্তে গোড়া থেকে কেটে ফেলা গাছের অংশ পড়ে রয়েছে ১০১ নম্বর ওয়ার্ডের কেন্দুয়া মেন রোডে। গাছ কাটা নিয়ে বারবার সরব হয়েছেন কলকাতা পুরসভায় মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বার বার জানিয়েছেন, ‘‘কলকাতা দূষিত শহরগুলির তালিকায়। কলকাতা পুরসভার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে পরিবেশ উন্নত করার। এই মুহূর্তে শহরের পরিবেশের যা অবস্থা কোনওভাবে গাছ কাটা বরদাস্ত করা হবে না। এভাবে গাছ কাটতে থাকলে আগামী প্রজন্ম শ্বাসকষ্টের সমস্যা নিয়ে জন্মাবে।’’
সম্প্রতি মেয়র এও বলেছিলেন, ''গাছ কাটা (Tree Cutting) মানুষ খুন করা সমান। যে গাছ কাটবে দ্রুত তার নামে এফআইআর করতে হবে।'' প্রশ্ন উঠছে এত কিছুর পরেও কারা গাছ কাটল ১০১ নম্বর ওয়ার্ডে? কলকাতা পুরসভার উদ্যান বিভাগের এক আধিকারিক শনিবার গোটা ঘটনাটি স্বীকার করে জানিয়েছেন, চারটি গাছ কাটা পড়েছে দক্ষিণ কলকাতার (South Kolkata) কেন্দুয়াতে। তার মধ্যে দুটি বড় গাছ। দুটি ছোট গাছ।
[আরও পড়ুন: RG Kar কাণ্ড থেকে শিক্ষা, কর্মরত মহিলাদের সুরক্ষায় নবান্নের নতুন প্রকল্প ‘রাত্তিরের সাথী’]
পুরসভা (KMC) সূত্রে খবর, উদ্যান বিভাগকে অন্ধকারে রেখেই কেটে ফেলা হয়েছে গাছগুলি। যেখানে গাছ কাটা হয়েছে তার ঢিল ছোড়া দুরত্বে কেন্দুয়া শান্তি সংঘের পুজো। স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত যদিও গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, কোথাও কোনও গাছ কাটা হয়নি। ফুটপাথের বাগান (Garden) একটা ভাঙা হয়েছে। নতুন করে সেই বাগান তৈরি হবে। বাপ্পাদিত্য দাশগুপ্তর কথায়, ‘‘একটা ৫৩ লক্ষ টাকার প্রজেক্ট স্যাংশন হয়েছে। ৪৫ নম্বর বাস স্ট্যান্ড থেকে পাটুলি মোড় পর্যন্ত গাছ লাগানো হবে নতুন করে রাস্তার ধারে বাগান তৈরি হবে।’’