সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিনের সফরে ফ্রান্সে (France) যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তার ঠিক আগে নয়াদিল্লিকে বড় প্রস্তাব প্যারিসের। ফ্রান্সের ম্যাক্রোঁ প্রশাসন ভারতের সঙ্গে যৌথভাবে যুদ্ধবিমানের ইঞ্জিনের বিকাশ, পরীক্ষা, নির্মাণ করতে চায়। কয়েকদিন আগে আমেরিকার সঙ্গে জিই-৪১৪ ইঞ্জিন সংক্রান্ত যে চুক্তি হয়েছে ভারতের, তার থেকেও ফ্রান্সের এই প্রস্তাবকে কয়েক কদম এগিয়ে রাখছে ওয়াকিবহাল মহল।
ভারতের অন্যতম ঘনিষ্ঠ দেশ ফ্রান্স। ইতিমধ্যেই এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে প্যারিস। তবে মোদি সরকার এখনও এই নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে। যদিও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ভারতের সঙ্গে ফ্রান্সের এই বিষয়ে প্রযুক্তির হস্তান্তরের বিষয়টি মার্কিন ITAR থেকে একশো শতাংশ মুক্ত। প্রস্তাবিত ১১০ কিলো নিউটন ইঞ্জিনটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি হবে।
[আরও পড়ুন: বাড়ানো হবে রাস্তা, একই সঙ্গে হনুমান মন্দির ও মাজার ভেঙে দিল দিল্লি সরকার]
১৪ জুলাই বাস্তিল দিবসের প্যারেডে ‘গেস্ট অফ অনার’ হিসেবে অংশ নেবেন মোদি। ফরাসি সেনার সঙ্গে সেদিন কুচকাওয়াজে অংশ নেবে ভারতীয় সেনাও। ভারত-ফ্রান্স কৌশলী অংশীদারির ২৫ বছর পূর্ণ হয়েছে এবার। সেই উপলক্ষেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আমন্ত্রণ জানিয়েছেন মোদিকে।