সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৬ বছর বারাণসীর জেলে বন্দি ছিল পাকিস্তানের এক নাগরিক। সাজা কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে। তবে জেল থেকে বেরনোর সময় যে সে এ কাজ করবে, তা অনেকেই ভাবেননি। কারাগারের বাইরে পা রাখার সময় তার হাতে ছিল একটি ভগবত গীতা।
[দান্তেওয়াড়ার প্রতিশোধ, মালকানগিরিতে ৫ মাওবাদীকে গুলি করে মারল সেনা]
সন্দেহজনক বেশকিছু নথি মেলায় বারাণসীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। রবিবার বারাণসীর সেন্ট্রাল জেল থেকে মুক্তি পায় পাক নাগরিক জালালউদ্দিন। দীর্ঘদিন পর অবশেষে নিজের দেশে ফিরতে চলেছে। বারাণসীর সেন্ট্রাল জেলের সিনিয়র সুপারিনটেন্ড্যান্ট অম্বরিশ গৌড় জানান, পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা জালালউদ্দিনকে ২০০১ সালে গ্রেপ্তার করা হয়েছিল। সন্দেহজনক কিছু নথিপত্র-সহ ক্যান্টনমেন্টের এয়ার ফোর্স অফিসের কাছ থেকে পাকড়াও করা হয়েছিল তাকে। তার কাছ থেকে ক্যান্টনমেন্ট এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গার ম্যাপ উদ্ধার করা হয়েছিল। নাশকতার ছক ছিল, এই অভিযোগেই গ্রেপ্তার হয় জালালউদ্দিন। এরপর আদালত তাকে ১৬ বছরের কারাবাসের নির্দেশ দেয়।
[খুলল সবরীমালার দরজা, অশান্তির আশঙ্কায় জারি ১৪৪ ধারা]
অম্বরিশ গৌড় আরও জানান, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছিল জালালউদ্দিনকে। আর দীর্ঘ ১৬ বছরে তার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। গ্রেপ্তারের সময় হাইস্কুল পাশ করেছিল সে। কারাবন্দি অবস্থাতেই ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে। এমনকী জেল ক্রিকেট লিগে তিন বছর আম্পায়ারিংও করেছে। আর যেদিন মুক্তি পেল সেদিন ওর হাতে ছিল একটি ভগবত গীতা। হিন্দু ধর্মের এই পবিত্র গ্রন্থই তাকে আলোর দিশা দেখিয়েছে বলে মত জেলের কর্মীদের। পুলিশের একটি বিশেষ দল জালালউদ্দিনকে অমৃতসর পৌঁছে দেয়। সেখান থেকে ওয়াঘা বর্ডার হয়ে নিজের দেশে ফেরে সে।
The post ১৬ বছর পর মুক্তি, ভারত থেকে গীতা নিয়ে দেশে ফিরল পাক নাগরিক appeared first on Sangbad Pratidin.