সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষ আর ফরাসি রাষ্ট্রদূতের মধ্যে তফাত জানে না পকেটমার। গত সপ্তাহে দিল্লির চাঁদনি চক মার্কেটের ভিড়ে মোবাইল ফোন চুরি গিয়েছে খোদ ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি মাতাউরের। এমন সংবাদ পাওয়ামাত্র অস্বস্তিতে পড়ে দিল্লি পুলিশ। তড়িঘড়ি শুরু হয় তদন্ত। শেষ পর্যন্ত ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাজধানীর পুলিশ।
ঘটনাটি ২০ অক্টোবরের। চাঁদনি চক মার্কেটের জৈন মন্দির এলাকায় কেনাকাটা করতে গিয়েছিলেন ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি এবং তাঁর স্ত্রী। তখনই বিপত্তি ঘটে। ভিড়ের মধ্যে ফোন পকেটমারি হয়ে যায়। দিল্লি পুলিশের কাছে অনলাইনে এফআইআর দায়ের করেন ছবির দেশ, কবিতার দেশের রাষ্ট্রদূত। অন্যদিকে ২১ অক্টোবর রাষ্ট্রদূতের অফিস থেকে বিষয়টি জানতে পারে দিল্লি প্রশাসন। এর পর হাই প্রোফাইল ব্যক্তির মোবাইল উদ্ধারে জোরকদমে শুরু হয় তদন্ত। তার ফলও মেলে।
ঘটনার সময় চাঁদনি চক মার্কেটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এর পর চোর পাকড়াতে রীতিমতো বিশেষ দল গঠন করা হয়। শেষ পর্যন্ত ট্রান্স যমুনা এলাকা থেকে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। ইতিমধ্যে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সেটি ফরাসি রাষ্ট্রদূতকে ফেরতও দিয়েছে পুলিশ।