shono
Advertisement

IPL: রিটেনশন পর্ব শেষ, আইপিএল নিলামে দড়ি টানাটানি হতে পারে যে তারকাদের নিয়ে

নতুন দুটি দল ড্রাফট থেকে কাদের নিতে পারে?
Posted: 07:02 PM Dec 01, 2021Updated: 07:02 PM Dec 01, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর বহরে বাড়ছে আইপিএল (IPL)। আট থেকে দল বেড়ে হচ্ছে দশ। স্বাভাবিকভাবেই এবছর মেগা নিলামের আয়োজন করতে হচ্ছে কর্তৃপক্ষকে। আগের মেগা নিলামগুলির মতোই এবছরও নজরে থাকবেন বেশ কিছু মহাতারকা। বিশেষ করে সেইসব ভারতীয় তারকারা যাদের ফ্র্যাঞ্চাইজিগুলি তাঁদের রিটেন করেনি।

Advertisement

মঙ্গলবার আইপিএলের রিটেনশনে (IPL Retention) ৮টি ফ্র্যাঞ্চাজি মোট ২৭ জন ক্রিকেটারকে রিটেন করেছে। এর মধ্যে ৮ জন বিদেশি। এবং চারজন আনক্যাপড ভারতীয়। কিন্তু এঁদের বাইরেও এমন বহু তারকা আছেন, যারা বছরের পর বছর ধরে আইপিএলে নজর কেড়ে আসছেন। আবার এমন অনেক তরুণ প্রতিভা উঠে আসছেন, যারা হয়তো আগামী কয়েক বছর নিয়মিত ভাল পারফর্ম করার মতো প্রতিভাধর। এবারের মেগা নিলামে এই ধরনের তারকাদের নিয়ে কাড়াকাড়ি পড়তে পারে।

[আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কের মধ্যে বিরাটদের দক্ষিণ আফ্রিকা সফরের ভবিষ্যৎ কী? মুখ খুললেন সৌরভ]

এক্ষেত্রে বলে রাখা দরকার, নিলামের আগেই কিন্তু নতুন যে দুটি দল আইপিএল সংসারে পা রাখছে তাঁরা ড্রাফট থেকে ৩ জন করে ক্রিকেটার তুলে নেওয়ার সুযোগ পাবে। এই নতুন দুই ফ্র্যাঞ্চাইজি নাকি অনেকের সঙ্গে যোগাযোগও করে ফেলেছে। শোনা যাচ্ছে, সঞ্জীব গোয়েঙ্কার লখনউ দল নাকি ২০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে লোকেশ রাহুলকে। লখনউ দলই আবার রশিদ খানকে নিতে পারে ১৬ কোটি টাকায়। এছাড়াও শ্রেয়স আইয়ার, বা শিখর ধাওয়ানের দিকে ঝাঁপাতে পারে তাঁরা। আবার যুজবেন্দ্র চাহালকে পেতে মরিয়া আহমেদাবাদ দল। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি নাকি পাণ্ডিয়া ভাইদের জন্যেও ঝাঁপাচ্ছে। ড্রাফট থেকেই হার্দিককে কিনতে পারে আহমেদাবাদ। ক্রুণাল, শ্রেয়স, ধাওয়ানের সঙ্গেও যোগাযোগ করছেন তাঁরা। হোফ্রা আর্চার, বেন স্টোকসরাও ড্রাফটে দল পেতে পারেন। তবে, একটা বিষয় নিশ্চিত এঁদের মধ্যে যারা দল পাবেন না, তাঁদের সকলেই নিলামে মোটা অঙ্কে বিক্রি হবেন। এঁরা ছাড়াও নিলামে মোটা অঙ্কে বিক্রি হতে পারেন একাধিক তারকা।

[আরও পড়ুন: IPL Retention: আগামী মরশুমে কোন দল কাকে রিটেন করল? রইল পূর্ণাঙ্গ তালিকা]

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB):
যুজবেন্দ্র চাহাল, দেবদত্ত পাল্লিকল, হর্ষল প্যাটেলের মতো তারকারা বড় অঙ্কের দর পেতে পারেন।
চেন্নাই সুপার কিংস (CSK):
ফ্যাফ ডু’প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, দীপক চাহার, শার্দূল ঠাকুরদের মতো বড় বড় তারকাকে রিটেন করেনি চেন্নাই। এরা সকলেই নিলামে ভাল দাম পেতে পারেন।
কলকাতা নাইট রাইডার্স (KKR):
শুভমন গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, শিবম মাভি, দীনেশ কার্তিক, প্যাট কামিন্স, ইয়ন মর্গ্যানদের মতো তারকাদের ছেড়ে দিয়েছে কেকেআর। এদের মধ্যে গিল, নীতীশ রানা, প্যাট কামিন্স, শিবম মাভিরা বড় অঙ্কের দাম পেতে পারেন। বাকিরা কেমন দাম পান বা আদৌ দল পান কিনা সেটাই দেখার।
দিল্লি ক্যাপিটালস (DC):
শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, স্টিভ স্মিথ, রবিচন্দ্রন অশ্বিন, মার্কস স্টয়নিস, কাগিসো রাবাদার মতো মহাতারকারা। এঁরা অধিকাংশই কমবেশি মোটা অঙ্কের দর পেতে পারেন আগামী নিলামে।
পাঞ্জাব কিংস (PBKS):
লোকেশ রাহুল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মহম্মদ শামির মতো তারকাদের ছেড়েছে পাঞ্জাবে। রয়েছে শাহরুখ খানের মতো তরুণও। রাহুলকে নিয়ে ইতিমধ্যেই টানাটানি শুরু হয়েছে। নিলামে রবি বিষ্ণোই, মহম্মদ শামি, শাহরুখ খানরাও মোটা দাম পেতে পারেন।
রাজস্থান রয়্যালস (RR):
রাজস্থান রয়্যালসের বেন স্টোকস এবং হোফ্রা আর্চার আগামী আইপিএলে মোটা অঙ্কের দাম পেতে পারেন।
সানরাইজার্স হায়দরাবাদ (SRH):
ডেভিড ওয়ার্নার, রশিদ খান, জনি বেয়ারস্টো, মণীশ পাণ্ডে, ভুবনেশ্বর কুমারের মতো মহাতারকাকে এই দল রিটেন করেনি। এরা প্রত্যেকেই নিলামে দলগুলিকে আকৃষ্ট করবে বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement