shono
Advertisement

বিমানে গাম্বিয়া ফুটবল দল, মাঝআকাশে তীব্র অক্সিজেন সংকট

তার পরে কী হল?
Posted: 07:44 PM Jan 11, 2024Updated: 07:44 PM Jan 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় সড় বিপদ থেকে রক্ষা পেল গাম্বিয়া ফুটবল দল (Gambia Football Team)। এবারের আফ্রিকা কাপ অফ নেশনস শুরু হচ্ছে ১৩ জানুয়ারি থেকে। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। আইভরি কোস্টে বল গড়ানোর আগেই কার্যত  মৃত্যুমুখ থেকে ফিরে এল গাম্বিয়া ফুটবল দল।
ঘটনাটা কী?গাম্বিয়া ফুটবল দলকে নিয়ে মাঝআকাশে উড়ান উঠতেই দেখা দেয় সমস্যা। বিমানে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি।  প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ফুটবলারদের। অক্সিজেনের তীব্র সংকট দেখা দেয়। অক্সিজেনের অভাবে গাম্বিয়ার ফুটবলাররা কাশতে শুরু করেন। অনেকেই সংজ্ঞা হারান। প্রাণহানির আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি সুবিধার নয় দেখে পাইলট ইউ টার্ন নেন। গাম্বিয়ার রাজধানী বানজুলেই জরুরি অবতরণ করা হয়। প্রায় আধ ঘণ্টা পরে বিমানটি জরুরি অবতরণ করলে বড় সড় বিপদ থেকে বেঁচে যায় গাম্বিয়া ফুটবল দল।

Advertisement

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার সাইডি জাঙ্কো সোশাল মিডিয়ায় লিখেছেন, ”সৌদি আরব থেকে গাম্বিয়ার জার্নি ছিল ৩২ ঘণ্টার। তার মধ্যে ইস্তানবুল ও কাসাব্লাঙ্কায়  বিশ্রাম নিই আমরা। আফকনের জন্য গাম্বিয়া থেকে আইভরি কোস্টে উড়ে যাওয়ার কথা ছিল আমাদের। আমাদের জন্য ভাড়া করা ছোট প্লেনটায় ওঠার সঙ্গে সঙ্গেই তীব্র তাপ অনুভব করি। অনেকেই প্রচণ্ড ঘামতে শুরু করে দেয়। আণাদের আশ্বস্ত করা হয়েছিল, বিমানে উড়লেই শীতাতপ যন্ত্র কাজ শুরু করে দেবে। অমানুষিক গরম, তার সঙ্গে অক্সিজেনের অভাবে অনেকেরই মাথা ব্যথা শুরু হয়ে যায়। মাথা ঝিমঝিম করতে শুরু করে দেয় অনেকের।” জাঙ্কো এই ভয়ের বিমানযাত্রার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন সোশাল মিডিয়া পোস্টে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement