shono
Advertisement

Breaking News

রাহুলের মন্তব্যই খলিস্তানের দাবিকে মান্যতা দেয়, বলছে জঙ্গি পান্নুন

রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদে সোনিয়া গান্ধীর বাড়িতে শুরু হয়েছে বিক্ষোভ ।
Published By: Subhajit MandalPosted: 04:52 PM Sep 11, 2024Updated: 05:03 PM Sep 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিতর্কিত ও 'অপরিণত' মন্তব্য। নয়া বিতর্কে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার রাহুলের মন্তব্য হাতিয়ার করে ভারত বিরোধী প্রচার শুরু করল খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা পান্নুন। তাঁর দাবি, রাহুল গান্ধীর মন্তব্যই প্রমাণ করে ভারতে শিখদের বর্তমান অবস্থা কী!

Advertisement

সোমবার ভার্জিনিয়ায় প্রবাসীদের একটি সভায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, "বিজেপির শাসনে ভারতে তলানিতে ধর্মীয় স্বাধীনতা। এর সবচেয়ে বড় উদাহরণ শিখ সম্প্রদায়। তাঁদের পাগড়ি, কারা পরা এবং গুরুদ্বারে যাওয়া নিয়ে এখন প্রশ্ন উঠছে। এখন অধিকার আদায়ে লড়াই করতে হচ্ছে। শুধু শিখ ধর্ম বলে নয়, অন্য ধর্মের লোকেদেরও একই অবস্থা।" সরকারি সূত্রের দাবি, রাহুলের ওই সভায় খলিস্তানপন্থী বহু মানুষও যোগ দিয়েছিলেন। এবার সরাসরি খলিস্তানপন্থী নেতা রাহুলের মন্তব্যকে হাতিয়ার করলেন।

[আরও পড়ুন: কাশ্মীরে বিধানসভা ভোটের আগে বড় সাফল্য সেনার, উধমপুরে খতম ৩ জঙ্গি]

পান্নুনের দাবি, রাহুলের মন্তব্য দীর্ঘদিন ধরে আমাদের খলিস্তানের দাবিকেই মান্যতা দিল। এক বিবৃতিতে তার বক্তব্য, "রাহুল গান্ধী শিখদের অস্তিত্ব সংকট নিয়ে যে মন্তব্য করেছেন, সেটা যে শুধুই সাহসী তাই নয়। এটা শিখদের দীর্ঘ সংগ্রামের ইতিহাসের প্রামাণ্য। ১৯৪৭ সালের পর থেকে শিখরা ভারতে যে পরিস্থিতির শিকার, এই মন্তব্য সেটাই প্রমাণ করে। এটা শিখস ফর জাস্টিসের যে স্বাধীন পাঞ্জাবের দাবি, সেটাকেই মান্যতা দেয়।"

[আরও পড়ুন: বাহরাইচে এক রাতে নেকড়ে আক্রমণের শিকার ২ শিশু, ‘বন্যপ্রাণ বিপর্যয়’ ঘোষণা যোগী সরকারের]

উল্লেখ্য, বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধীর 'পাগড়ি' মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে শাসকদলও। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলছেন, এটা রাহুল গান্ধীর অপরিণতমনস্কতার পরিচয়। দেশের বাইরে গিয়ে এভাবে দেশের বিরুদ্ধে বললে ভারত বিরোধীরা উৎসাহ পায়।" হরদীপ পুরীর প্রশ্ন, রাহুল গান্ধী আর পান্নুন একই ভাষায় কথা বলছেন, রাহুল কি পান্নুনের সঙ্গে দেখা করলেন নাকি? এদিকে দেশের মাটিতেও কংগ্রেস সাংসদের মন্তব্যের বিরোধিতা শুরু হয়েছে। সোনিয়া গান্ধীর বাড়িতে ইতিমধ্যেই বিক্ষোভ শুরু হয়েছে। বিজেপি পন্থী শিখ সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছেন বলে খবর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিতর্কিত ও 'অপরিণত' মন্তব্য।
  • নয়া বিতর্কে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
  • এবার রাহুলের মন্তব্য হাতিয়ার করে ভারত বিরোধী প্রচার শুরু করল খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা পান্নুন।
Advertisement