shono
Advertisement

উৎসবের মরশুমে কামারহাটিতে অশান্তি, দুষ্কৃতী দলের লড়াইয়ে চলল গুলি

নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।
Posted: 09:53 AM Sep 26, 2022Updated: 09:53 AM Sep 26, 2022

অর্ণব দাস, কামারহাটি: উৎসবের মরশুমে কামারহাটিতে (Kamarhati) ফের চলল গুলি। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার কামারহাটির তিন নম্বর ওয়ার্ডের ক্রিক স্ট্রিট। এই ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন।

Advertisement

অভিযোগ, রবিবার রাত আটটা নাগাদ সাগর দত্ত হাসপাতালে গুড্ডু নামে স্থানীয় তৃণমূল নেতার উপরে হামলা চালানো হয়। তাদের তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি। গুড্ডুর এলাকার লোকেদের আরও অভিযোগ, রাত দশটা নাগাদ দু’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসানা খাতুনের ছেলের নেতৃত্বে অন্তত ২০ জন গুড্ডুর এলাকায় গিয়ে শূন্যে ৪-৫ রাউন্ড গুলি চালায় বলেই অভিযোগ। তার ফলে আতঙ্কিত হয়ে পড়েন ক্রিক স্ট্রিটের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কামারহাটি থানার পুলিশ।

[আরও পড়ুন: মণ্ডপ নয়, পুজোর সময় কলকাতা ঘুরে দেখতে চান? ঝাঁ চকচকে দোতলা বাস নামছে রাস্তায়]

অন্যদিকে, দু’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসানা খাতুনের অভিযোগ, তাঁর অঞ্চলের দুই যুবককে মারধর করেছে গুড্ডুর লোকজনেরা। তাঁরা বর্তমানে কামারহাটি ইএসআই হাসপাতালে ভরতি। তাঁর আরও অভিযোগ, গুড্ডু ছোট-ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তোলাবাজি করে। যদিও আফসানার অভিযোগ অস্বীকার করেছে গুড্ডু।

কামারহাটিতে গুলি চলার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার গুলি-বোমায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে এই এলাকা। উৎসবের আনন্দে গা ভাসিয়েছেন প্রায় সকলেই। এই সময়ে গুলি চলার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগে স্থানীয়রা। নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রায় সকলেই। অশান্তি রুখতে পুলিশি তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তাঁরা।

[আরও পড়ুন: ‘পুজোয় ভিআইপিদের সুবিধায় রাস্তা বন্ধ নয়’, চেতলায় প্রতিমার চক্ষুদানের পর ফিরহাদকে বার্তা মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement