shono
Advertisement
Gautam Gambhir

'গম্ভীরের মতো অলস আমি কাউকে দেখিনি', কেন একথা বললেন কার্তিক?

জাতীয় দলের কোচ হওয়া নিশ্চিত গম্ভীরের।
Published By: Krishanu MazumderPosted: 04:44 PM Jun 04, 2024Updated: 04:57 PM Jun 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে গৌতম গম্ভীরই (Gautam Gambhir) যে ভারতীয় দলের পরবর্তী কোচ, তা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে। খবরের ভিতরের খবর, ইতিমধ্যেই রাহুল দ্রাবিড়ের চেয়ারে বসা নিয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে চূড়ান্ত কথাবার্তাও হয়ে গিয়েছে কেকেআর মেন্টরের। টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হওয়া কেবল সময়ের অপেক্ষা গৌতম গম্ভীরের।
এই আবহে দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে তাঁর দেখা সবচেয়ে অলস ক্রিকেটার বলে উল্লেখ করেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পরে বদলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার দাপট দেখিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পরে টি-টোয়েন্টি ট্রফি আর আসেনি দেশে। এবার কী হবে, তার উত্তর দেবে সময়। 

Advertisement

[আরও পড়ুন: ক্রীড়াসূচি ও অব্যবস্থায় ক্ষুব্ধ শ্রীলঙ্কা, ম্যাচ হেরে অদ্ভুত অজুহাত হাসারাঙ্গাদের]


দিন কয়েক আগে ২০০৭ সালের টি-টোয়েন্টি জয়ী দলের সদস্যরা নিজেদের মধ্যে গল্পে মেতে উঠেছিলেন। সেই সময়েই কার্তিক বলেছেন, ''সবার সামনে আমি গম্ভীরকে লজ্জায় ফেলতে চাই না। তবে ওর মতো অলস ক্রিকেটার আমি আগে দেখিনি।''
কেন গম্ভীরকে অলস ক্রিকেটার বললেন, তার ব্যাখ্যাও দিয়েছেন কার্তিক। নিজেদের খেলার সময়ের মজার এক গল্প তিনি বলেছেন। কার্তিক বলে চলেন, ''গম্ভীর গান শুনছিল। গান পরিবর্তন করতে পারছিল না। কারণ ও ফাস্ট ফরোয়ার্ড বাটনটাই পাচ্ছিল না। আমি গোতির ঘরের পাশের রুমে ছিলাম। ও বিছানায় শুয়ে ছিল। আমি ওর ঘরের পাশ দিয়ে হেটে যাচ্ছিলাম। গম্ভীর আমাকে ডেকে বলল, ডিকে একবার এদিকে এসো। তখনও ও শুয়েইছিল বিছানায়। আমাকে গোতি বলল, ওখানে রিমোটটা আছে, চ্যানেলটা বদলে দাও না। কেউ অলস হতেই পারে। তবে এতটা অলস কেউ হতে পারে, তা কল্পনাও ছিল না। দুপা এগোলেই গানটা বদলাতে পারত। আমি ওর ঘরের বাইরে দিয়ে হাঁটছিলাম। আমাকে ডেকে আনল ওর ঘরে।''
কার্তিকের এহেন কথা শোনার পরে বিশ্বজয়ী দলের বাকি সদস্যরা হাসিতে ফেটে পড়েন।

[আরও পড়ুন: ‘বিজেপি ভয় দেখাবে, কিন্তু গণনা শেষ হওয়া পর্যন্ত থাকুন’, কর্মীদের উজ্জীবিত করলেন অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সবকিছু ঠিকঠাক থাকলে গৌতম গম্ভীরই (Gautam Gambhir) যে ভারতীয় দলের পরবর্তী কোচ, তা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে।
  • বরের ভিতরের খবর, ইতিমধ্যেই রাহুল দ্রাবিড়ের চেয়ারে বসা নিয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে চূড়ান্ত কথাবার্তাও হয়ে গিয়েছে কেকেআর মেন্টরের।
  • টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হওয়া কেবল সময়ের অপেক্ষা গৌতম গম্ভীরের।
Advertisement