সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণের আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বকে একহাত নিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর মতে, বর্তমানে দুই দলের ক্রিকেটাররা হাসিমুখে একে অপরের সঙ্গে কথা বলেন, হাত মেলান। সেটা একেবারেই ঠিক নয়। জাতীয় দলের জার্সি পরে খেলার সময়ে এই বন্ধুত্বগুলো বাউন্ডারি লাইনের বাইরে রাখা উচিত বলেই দাবি করেন তিনি। প্রসঙ্গত, এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে খোশমেজাজে দেখা যায় বিরাট কোহলিকে (Virat Kohli)। ক্রিকেটপ্রেমীদের অনুমান, আসলে বিরাটকে বিঁধেই এই বার্তা গম্ভীরের।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। পাক পেসারদের দাপটে বেসামাল হয়ে পড়েন রোহিত-বিরাটরা। তবে পরে ঘুরে দাঁড়ায় ভারতীয় ব্যাটিং। কিন্তু শেহ পর্যন্ত হাইভোল্টেজ ম্যাচে জল ঢেলে দেয় বৃষ্টি। বাতিল হয়ে যায় ম্যাচ। তাতেও অবশ্য গম্ভীরের রাগ কমেনি। ভারতীয় ইনিংস শেষ হওয়ার পরেই ক্রিকেটারদের নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি।
[আরও পড়ুন: সোনার দোকানের পর এবার ব্যাংক, ডাকাতদলের হানায় আতঙ্কিত স্থানীয়রা]
গম্ভীরের মতে, “যখন তুমি জাতীয় দলের হয়ে খেলছ তখন এইসব বন্ধুত্ব স্টেডিয়ামের বাইরে রাখতে হবে। দুই দলের খেলোয়াড়দের চোখেই আগ্রাসন দেখানো দরকার। ছ’সাত ঘণ্টার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর যত খুশি বন্ধুত্ব করো। কিন্তু ম্যাচের আগে ও ম্যাচ চলাকালীন মনে রাখতে হবে, ১৪০ কোটি দেশবাসীর প্রতিনিধিত্ব করছ তুমি। আজকাল দেখি বিপক্ষ খেলোয়াড়রা মাঠের মধ্যেই এসে পিঠ চাপড়ে দিচ্ছে, ফিস্ট বাম্প করছে। আগে এটা মোটেও দেখা যেত না। তোমরা কি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এসেছ নাকি?”