সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে ফরম্যাটে দুটো নতুন বল ব্যবহার খেলাটারই ক্ষতি করছে বলে মনে করেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
মেন্টর গম্ভীরের ছোঁয়ায় বদলে গিয়েছে কেকেআর। দুদ্দাড়িয়ে ম্যাচ জিতে প্লে অফেও পৌঁছে গিয়েছে নাইটরা।
গম্ভীরের মতে ওয়ানডে ফরম্যাটে দুটো নতুন বলের ব্যবহার ফিঙ্গার স্পিনারের কাজ কঠিন করে দিচ্ছে। গম্ভীর বলেছেন, ''ওয়ানডে ফরম্যাটে দুটো নতুন বলের ব্যবহার একদিনের ক্রিকেটে সব চেয়ে খারাপ দিক। ওয়ানডে ফরম্যাটে কজন ফিঙ্গার স্পিনার এখন খেলে! ৪০০ উইকেট নিয়ে ন্যাথান লিয়ঁ রয়েছে। চারশো উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনেরও। কিন্তু তাঁরা কেউই ওয়ানডে দলে সুযোগ পান না। ফিঙ্গার স্পিনারদের জন্য কিছুই অবশিষ্ট নেই।''
[আরও পড়ুন: আইএসএলে উঠে যাচ্ছে এশিয়ান কোটা, আর কী চমক নতুন মরশুমে?]
গম্ভীর আরও বলেন, এই নিয়ম ফিঙ্গার স্পিনারদের কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। গম্ভীর বলছেন, ''চারশো উইকেট দখলকারী কোনও স্পিনার ওয়ানডে খেলতে পারছে না। কারণ সংশ্লিষ্ট স্পিনার আর উইকেট তুলতে পারছে না। রান আটকে রাখার অস্ত্র হিসেবে তাঁদের ব্যবহার করা হচ্ছে।''
গম্ভীর আলাদা করে রিভার্স সুইংয়ের প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন। গম্ভীরের মতে, নতুন বলের জন্য রিভার্স সুইং ভালো করে করাতে পারছেন না বোলাররা। গম্ভীর বলছেন, ''রিভার্স সুইং পুরোপুরি হারিয়ে গিয়েছে বলে দেওয়াই যায়। আমি আবার রিভার্স সুইং দেখতে চাই। ব্যাটারদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে, এটা দেখতে চাই। কোনও বোলার প্রতি ঘণ্টায় ১৫০ কিমি বেগে বল করছে এবং রিভার্স করাচ্ছে, এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ।''
গম্ভীর ফিরে যেতে বলছেন একটা বলেই। একটা বলেই খেলা হলে রিভার্স সুইং করানোর সুযোগ বেশি থাকবে বোলারদের। তাছাড়া বল পুরনো হয়ে গেলে স্পিনাররাও সুবিধা পাবেন। গম্ভীর বলেছেন, ''ওয়ানডে ফরম্যাটে দুটো বল ব্যবহার করার নিয়ম থেকে অব্যাহতি দিতে হবে ওয়ানডে ক্রিকেটকে। ফিরে যেতে হবে একটা বলেই।''