shono
Advertisement

‘ভালবেসেছি, বিয়ে করব’, প্রেমিকের বাড়ির সামনে ধরনায় সমকামী যুবক, আটক করল পুলিশ

দুজনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি মুসলিম যুবকের।
Posted: 06:15 PM Apr 11, 2023Updated: 06:17 PM Apr 11, 2023

শান্তনু কর, জলপাইগুড়ি: ৩-৪ বছরের প্রেম। বিয়ের করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন প্রেমিক। কিন্তু বাড়ির চাপে সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে অপারগ যুবক। তবু হাল ছাড়তে নারাজ তাঁর ‘প্রেমিকা’। প্রেমিককে ফেরানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে তাঁর বাড়ির সামনে ধরনায় বসে এক যুবক। যুবকের প্রেমে পাগল আরেক যুবকের কীর্তি দেখে ভিড় জমে যায়। অবশেষে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

Advertisement

‘ভালবেসেছি, বিয়ে করব’, এই দাবি তুলে এদিন ধূপগুড়ি ব্লকের ভোটপাড়ার খলইগ্রাম এলাকায় এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ধরনায় বসেন অপর এক যুবক।‌ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর চাউর হতে প্রচুর মানুষের ভিড় জমে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। এবং ধরনারত যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

[আরও পড়ুন: ‘পয়লা বৈশাখ কোনও ধর্মের নয়’, ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধের নোটিসে মৌলবাদীদের পালটা চঞ্চলের]

জানা গিয়েছে, ‘প্রেমিক’ রাজের বাড়ি ধূপগুড়ি ব্লকের খলইগ্রাম স্টেশন সংলগ্ন ভোটপাড়া এলাকায়। এবং ধরনায় বসা অপর যুবক হাসিনুল ইসলামের বাড়ি মোরঙ্গা চৌপথি এলাকায়। দুজনের মধ্য়ে গত কয়েক বছর ধরেই সম্পর্ক রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। হাসিনুরের দাবি, “৩-৪ বছর আগে একসঙ্গে কাজের দরুণ তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শারীরিক সম্পর্কও হয়েছে।” তাঁর কাছে প্রেমের প্রমাণ রয়েছে বলেও দাবি। আর এবার বিয়ের দাবিতে ধরনায় বসেছেন তিনি। অভিযোগ, পরিবারের চাপে বিয়ে করতে রাজি হচ্ছেন না রাজ। তাঁকে রাজি করাতেই ধরনার পথে হাঁটলেন প্রেমিক।

[আরও পড়ুন: ‘পয়লা বৈশাখ কোনও ধর্মের নয়’, ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধের নোটিসে মৌলবাদীদের পালটা চঞ্চলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার