shono
Advertisement

সোয়াইনস্টাইগারের দুরন্ত কামব্যাকে ছন্দে জার্মানি

১৯ মিনিটে মুস্তাফির গোলে এগিয়ে যায় জার্মানি। তা সত্ত্বেও জার্মানদের সেই লড়াকু মনোভাব কোথাও যেন অনুপস্থিত ছিল। সোয়াইনস্টাইগারের অভাবে মাঝ মাঠের দখল নিতে পারছিল না তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা। তবে ছেলেদের পারফরম্যান্সে খুশি কোচ। The post সোয়াইনস্টাইগারের দুরন্ত কামব্যাকে ছন্দে জার্মানি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:23 PM Jun 13, 2016Updated: 03:53 PM Jun 13, 2016

জার্মানি – ২ (মুস্তাফি, শোয়েইনস্টেইগার)
ইউক্রেন – ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বছর আগে বিশ্বকাপ ঘরে তুলেছিল জার্মানি। তারপর ১৮ টা ম্যাচের সাতটাতেই পরাস্ত তারা। বিশ্বজয়ীদের খেলার মধ্যে কোথাও যেন খামতি থেকে যাচ্ছিল। এমনকী রবিবার রাতেও জার্মানির শুরুর দিকের খেলার ধরন দেখে হতাশ হয়েছেন ফুটবলপ্রেমীরা। তবে শেষ মুহূর্তে গোৎজের পরিবর্ত হিসেবে বাস্তিয়ান সোয়াইনস্টাইগারের আবির্ভাবে মধুরেন সমাপয়েৎ ঘটল। জয় দিয়ে ইউরো অভিযান শুরু করল জার্মান জায়ান্টরা। কোচের দায়িত্ব নিয়ে জার্মানিকে ৮৮ টি ম্যাচ জিতিয়ে নজির গড়লেন জোয়াকিম লো।
দলের সবচেয়ে বড় ভরসা ৯০ মিনিটই মাঠের বাইরে ছিলেন। চোট কাটিয়ে তিনি যেভাবে কামব্যাক করলেন তাতে উচ্ছ্বসিত লো। ইনজুরি টাইমে ইউক্রেনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন তিনি।
১৯ মিনিটে মুস্তাফির গোলে এগিয়ে যায় জার্মানি। তা সত্ত্বেও জার্মানদের সেই লড়াকু মনোভাব কোথাও যেন অনুপস্থিত ছিল। সোয়াইনস্টাইগারের অভাবে মাঝ মাঠের দখল নিতে পারছিল না তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা। তবে ছেলেদের পারফরম্যান্সে খুশি কোচ। লো বলছেন, ইউক্রেনের শক্তিশালী ডিফেন্স ভাঙা কঠিন হয়ে পড়েছিল। তবে ওরা বাধা কাটিয়ে উঠতে পেরেছেন। আমি অত্যন্ত সন্তুষ্ট।
রবিবারের অন্য ম্যাচে দক্ষিণ আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলল পোল্যান্ড। এদিকে, রিয়াল মিডিও লুকা মদরিচের গোলে তুরস্কের বিরুদ্ধে ১-০ গোলে জয়ী ক্রোয়েশিয়া।

Advertisement

The post সোয়াইনস্টাইগারের দুরন্ত কামব্যাকে ছন্দে জার্মানি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement