সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমজনতার কাছে তিনি ‘রাজনীতিক দেবে’র থেকেও অনেক বেশি শ্রদ্ধেয়, ভালোবাসার পাত্র ‘মানুষ দেব’ হিসেবে। দশ বছরের রাজনৈতিক কেরিয়ারে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে? ভূমিপুত্রকে দেখে ঘাটালবাসী মুচকি হেসে এখন বলতেই পারেন, হয়তো তোমারই জন্য, জিতে গেল রাজনীতির সৌজন্য! তৃণমূলের রাজনৈতিক সৌজন্যের ‘পোস্টারবয়’-এর সুবাদেই মঙ্গলবার ঘাটালে দুপুর থেকেই সবুজ ঝড়। সাংসদ পদে হ্যাটট্রিক করে 'খোকাবাবু'ও মাতলেন সবুজ আবির খেলায়।
টলিউডের ‘মাচো মস্তানা’কে হারিয়ে ঘাটাল চ্যাম্পিয়ন দীপক অধিকারী তথা দেব। ঘাটালের ঘরের ছেলেই হয়ে গিয়েছেন দেব। অতএব আশা হোক আর ভরসা, দেব-এই ছিল অটুট। দেব (Dev) শুধু রাজনীতিবিদ নন, অনেকের স্বপ্নের নায়কও বটে! তিনি সেই ‘খোকাবাবু’, যিনি ‘চ্যালেঞ্জ’ নিতে ভালোবাসেন। সেটা সিনেপর্দায় হোক বা রাজনীতির ময়দানে। এবার তৃতীয়বার চ্যালেঞ্জ নিয়ে জিতে দেখালেন। জেতার পর প্রথম প্রতিক্রিয়া, "গত ৩ বছর আমার পিছনে সিবিআই লাগানো হয়েছিল। ব্ল্যাকমেল হতে হয়েছে আমাকে। যাঁরা চোর, তাঁদের ধরুক। আমার ঘাটাল কেন্দ্রের মানুষ সব জবাব দিয়েছে। গোটা দেশ জবাব দিয়েছে। এই ক্রেডিট দিদির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জয়টা আমার দলের কর্মী-সমর্থকদের। দায়িত্ব আরও বাড়ল। ভারতবর্ষজুড়ে যেভাবে রেজাল্ট উলট-পালট হল, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়ার পথ সুপ্রশস্ত হল।" এরপরই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে বিঁধে দেবের সংযোজন, "আমাকে জেতানোর নেপথ্যে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়েরও অবদান রয়েছে। উনি যেভাবে প্রচারের ময়দানে নোংরা রাজনীতি করেছেন, কুৎসা রটিয়েছেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সেটা ভালোভাবে নেয়নি। সেইজন্য এখানে তৃণমূলের ভোটের মার্জিনটা এবছর বেড়েছে।"
লোকসভা ভোটের আগে রাজনীতি থেকে বাণপ্রস্থে যাওয়ার ঘোষণা করেও ঘাটালের মানুষের জন্য ফের রাজনৈতিক ময়দানে দেবের প্রত্যাবর্তন। দু’ দশক ধরে আটকে থাকা ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্যই ফের নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন টলিউড সুপারস্টার। বাংলার মাঠেঘাটে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে প্রচারে ঝড়ও তুলেছেন। যে ম্যাজিক এবার ভোটবাক্সেও পরিলক্ষিত হল। আরও একবার ভূমিপুত্র দেবকেই বেছে নিলেন ঘাটালের বাসিন্দারা।
[আরও পড়ুন: ভালোবাসায় ঘাটাল জিতে দেব জিতিয়ে দিলেন রাজনীতির সৌজন্যকেই]
২০১৪ সালে সিপিআই প্রার্থী সন্তোষ রানাকে ৪ লক্ষ ভোটে হারিয়েছিলেন। সেই থেকে সাংসদ হিসেবে তাঁর বিজয়রথ ছুটছে। এবারেও তার ব্যতিক্রম হল না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভারতী ঘোষকে পরাস্ত করার পর এবার হারালেন তাঁরই টলি-সতীর্থকে। ঘাটাল জানত, দেব তারকা বটে তবে দূর আকাশের তারকা নন। বরং কাছের মানুষই। সেই কাছের মানুষকেই আরও একটু কাছে টেনে নিলেন ঘাটালবাসী। দেব নিজেও অনেকটা বদলে ফেলেছেন নিজেকে। কোথায় সেই তারকাসুলভ গ্ল্যামার-জৌলুস। ঘামে ভেজা পোশাকে জনতার মুখরিত সখ্যে যখন তিনি মিশে যেতেন, তখন কে বলবে তিনি সেলুয়েডের মানুষ! আদতে তিনি বুঝিয়ে দিতে পেরেছিলেন, আমি তোমাদেরই লোক। ভোটের খাতায় তাঁকে জিতিয়ে দিয়ে ঘাটালের মানুষও যেন তাঁকে বলে দিলেন, “আপনি থাকছেন স্যার।”