shono
Advertisement

‘মানুষকে টাকা দিয়ে কেনা যায় না’, ভারতীকে তোপ দেবের

‘মানুযের মন জয় করতে হয় ভালবাসা দিয়ে’, মন্তব্য তারকা প্রার্থীর৷ The post ‘মানুষকে টাকা দিয়ে কেনা যায় না’, ভারতীকে তোপ দেবের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:21 AM May 11, 2019Updated: 09:21 AM May 11, 2019

স্টাফ রিপোর্টার, ঘাটাল: বৃহস্পতিবার গভীর রাতে ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি আটক ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল পিংলায়। অভিযোগ উঠেছিল নিয়ম বহির্ভূত টাকা রয়েছে প্রাক্তন আইপিএস আধিকারিকের গাড়িতে। প্রতিপক্ষ প্রার্থীর গাড়িতে টাকা মেলার অভিযোগে যখন উত্তাল, ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বক্তব্য, “মানুষকে টাকা দিয়ে কেনা যায় না। মানুযের মন জয় করতে হয় ভালবাসা দিয়ে।”

Advertisement

‘সংবাদ প্রতিদিন’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেব বলেছেন, “মানুষকে টাকা দিয়ে কেনা যায় না, ভালবাসা দিয়ে জয় করতে হয়।
উনি মানুষকে ধমকে চমকে বা কখনও টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন। এভাবে মানুষের মন জয় করা যায় না। ভালবাসা দিয়ে, কাজ দিয়ে  মানুষকে জয় করতে হয়।” আগের দিন প্রচার সেরে অস্থায়ী ভাড়া বাড়িতে ফিরতে ফিরতে রাত সাড়ে এগারোটা বেজে গিয়েছিল দেবের। রাতের খাবার খেয়ে যখন বিছানায় গেলেন তখন নাকি ঘড়ির কাঁটা সাড়ে বারোটার ঘরে। অর্থাৎ তখন নতুন দিন শুক্রবার শুরু হয়ে গিয়েছে, জানালেন দেব নিজেই। সকালেও চোখেমুখে সেই ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। ঘাটাল শহরের ১৪ নম্বর ওয়ার্ডের একেবারে শিলাবতী নদীর পাড়ে বিশাল বাড়ির সামনে তখন জনতার ভিড় রীতিমতো চোখে পড়ার মতো। উদ্দেশ্য, ‘দেবদা’। তারই মাঝে ‘সংবাদ প্রতিদিন’-এ একঝলক চোখ বুলিয়ে নিলেন বাংলা ছবির সুপারস্টার দেব। ইতিমধ্যেই খবর পেয়েছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে লক্ষাধিক টাকা রাখার অভিযোগ এনেছে আটক করেছে পিংলা থানার পুলিশ। রাত পেরোলেই ভোট। অন্য কেউ হলে লুফে নিতেন হাতে গরম এই ইস্যু। কিন্তু, দেবকে বরাবরই দেখা গিয়েছে রাজনীতির ময়দানে কাদা ছোঁড়াছুড়ি থেকে দূরে থাকতে।

[আরও পড়ুন: গাড়িতে প্রচুর টাকা-সহ গভীর রাতে আটক ভারতী ঘোষ, উত্তেজনা পিংলায় ]

মানুষের ভালবাসায় আপ্লুত দেব বললেন, ‘‘এই মানুষের ভালবাসা কি এমনি পাওয়া যায়? আমি ভাগ্যবান। এত মানুষ আমাকে ভালবাসেন।” নিজের নামের পোস্টার ফ্লেক্স দেখে আপ্লুত দেব বলেন, “আমি কর্মীদের কাছে চিরকৃতজ্ঞ। দলের কথা আমার কথা একেবারে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কর্মীরা। কর্মীদের এই ঋণ আমি কোনওদিন শোধ করতে পারব না।” প্রচারের শেষ দিনেও খামতি রাখতে চাননি দেব। ঘাটাল চষে বেড়িয়ে বিকেলে গিয়েছিলেন নিজের এলাকা কেশপুরে। পাশে ছিলেন ঘাটালের বিধায়ক শংকর দোলই। দিনের শেষে খুশি দেব। ‘‘মানুষের ভালবাসা বিফলে যাবে না।” একথা বলেই কার্যত বুঝিয়ে দিলেন এবারও তিনি জিততে চলেছেন। দ্বিতীয়বার সাংসদ হওয়া শুধু সময়ের অপেক্ষা।

মানুষের ভালবাসা যে দেব ইতিমধ্যেই জয় করে ফেলেছেন তা টের পাওয়া গেল প্রচারের শেষ দিনেও। শুক্রবার যখন সকাল ১০টা ২০ মিনিটে তাঁর প্রচার গাড়ি চলতে শুরু করল, গাড়ির পিছনে শতাধিক মোটর বাইক আরোহী যুবক। ওই চাঁদি ফাটা রোদেও। ঘাটালের বরদা চৌকান থেকে শুরু করে তাঁর রোড শো। একের পর এক স্টপেজে মানুষের ভিড়। রানিরবাজার, শিমুলিয়া, জলসরা, সিংহডাঙা, রাধানাগর হয়ে বিদ্যাসাগরের জন্মভিটা বীরসিংহ হয়ে খড়ার পুর এলাকায় চলে দেবের প্রচার। এই প্রতিটি জায়গায় এদিন থেমেছেন দেব। প্রত্যন্ত গ্রামে ছুটে গিয়েছেন মানুষদের কাছে। রাস্তার দু’পাশে তখন আট থেকে আশির ভিড় চোখে পড়ার মতো ঘাটালের তৃণমূলপ্রার্থী দেবকে অভ্যর্থনা জানানোর জন্য।

The post ‘মানুষকে টাকা দিয়ে কেনা যায় না’, ভারতীকে তোপ দেবের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement