shono
Advertisement

ইটালিতে অতি দক্ষিণপন্থী উত্থান! দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন মেলোনি

কিছুদিন আগেই এক শরণার্থীর যৌন হেনস্তার ভিডিও শেয়ার করে বিতর্কের মুখে পড়েছিলেন মেলোনি।
Posted: 02:33 PM Sep 26, 2022Updated: 04:01 PM Sep 26, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইটালির (Italy) প্রধানমন্ত্রী পদে প্রথম মহিলা হিসাবে নির্বাচিত হয়েছেন জিওর্জিয়া মেলোনি (Giorgia Meloni)। অতি দক্ষিণপন্থী নেত্রী হিসাবেই তিনি দেশে পরিচিত। রবিবার ইটালির নির্বাচনের ফলাফল ঘোষণার পরে দেখা গিয়েছে, দেশের পার্লামেন্টের ১১৪টি আসনে জয় পেয়েছে মেলোনি ও তাঁর জোট সঙ্গীদের দল। প্রসঙ্গত, কিছুদিন আগেই এক ইউক্রেনীয় শরণার্থীকে হেনস্তার ভিডিও প্রকাশ করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মেলোনি।

Advertisement

জোট শরিকদের আস্থা হারিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন মারিও দ্রাঘি (Mario Draghi)। দেশের নতুন নেতা বেছে নিতেই নির্বাচন হয় ইটালিতে। সমগ্র ইউরোপ-ব্যাপী দক্ষিণপন্থার বাড়বাড়ন্তের প্রভাব পড়ে ইটালিতেও। প্রথম থেকেই নির্বাচনে এগিয়ে ছিলেন মেলোনি। রবিবার নির্বাচনের ফলাফল ঘোষণার পরে দেখা যায়, জিতে গিয়েছেন মেলোনি। তাঁর জোট সঙ্গীদের মধ্যে শেষ মুহূর্তে বোঝাপড়ার সমস্যা না হলে তিনিই ইটালির প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন। সেদেশের দীর্ঘদিনের ইতিহাসে এই প্রথমবার কোনও মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন।

[আরও পড়ুন: ‘নির্বোধ কাকে ভাবছেন’, এফ-১৬ ইস্যুতে আমেরিকাকে তোপ জয়শংকরের]

ইটালির রাজনৈতিক মহলে যথেষ্ট রক্ষণশীল নেত্রী হিসাবেই পরিচিত মেলোনি। বহুবার গর্ভপাতের অধিকারের বিরোধিতা করেছেন তিনি। কিছুদিন আগেই নির্বাচনী প্রচারে বেরিয়ে মেলোনি বলেছিলেন, তিনি গণতন্ত্র ধ্বংস করে দেবেন, কেউ যেন এমন আশঙ্কা না করেন। নানা ধরনের নেতিবাচক কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি।

কিছুদিন আগেই এক ইউক্রেনীয় বৃদ্ধাকে হেনস্তা করার ভিডিও শেয়ার করেছিলেন তিনি। অনেকেই মনে করেছিলেন, নির্বাচনে ফায়দা তুলতেই এহেন পন্থা অবলম্বন করছেন ওই নেত্রী। তাঁর পোস্ট করা ভিডিওর বিষয়বস্তু বেশি মানুষকে আকর্ষণ করবে এবং তার ফলে মেলোনির জনপ্রিয়তা বাড়বে বলেই নিগ্রহের ভিডিও প্রকাশ করেছেন নেত্রী, এমনটাই দাবি করেছিলেন নেটিজেনরা। তবে এই কাজের পর নিজের পক্ষে সাফাই দিয়ে মেলোনি বলেছিলেন, মহিলাদের নিরাপত্তার দুরবস্থার কথা প্রকাশ করতেই এই ভিডিও ব্যবহার করেছিলেন তিনি।

তবে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে মেলোনির যাত্রা খুব একটা সুবিধার হবে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বেশ কিছু দেশের মতো ইটালিও জ্বালানি সমস্যায় ভুগছে। সেই সঙ্গে মার্কিন ফেডেরাল ব্যাংকের আগ্রাসী আর্থিক নীতির ফলে ক্ষতির মুখে নানা দেশের অর্থনীতি। সেই দলে রয়েছে ইটালিও। জানা গিয়েছে, আগামী ১৩ অক্টোবর নতুন সরকার প্রথমবারের জন্য অধিবেশনে বসবে।

[আরও পড়ুন: উপত্যকায় নতুন রাজনৈতিক দল, আত্মপ্রকাশ গুলাব নবি আজাদের ‘ডেমোক্রেটিক আজাদ পার্টি’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement