shono
Advertisement

লারার পর প্রথম, এক ইনিংসে ৪০০ রানের বিরল রেকর্ড ইংরেজ ব্যাটারের

একুশ শতকের সর্বোচ্চ স্কোরের নজির এই ব্যাটারের, দেখুন ভিডিও।
Posted: 09:34 PM Jul 23, 2022Updated: 09:34 PM Jul 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলেছে টেস্ট ক্রিকেট হারিয়ে যাচ্ছে! কে বলেছে ধৈর্য ধরে লম্বা ইনিংস খেলা ভুলে গিয়েছেন ব্যাটাররা! ইংল্যান্ডের ৩২ বছর বয়সি ব্যাটার স্যাম নর্থইস্ট (Sam Northeast) এই সব মিথ ভেঙে দিলেন। কিংবদন্তি ব্রায়ান লারার পর প্রথম ব্যাটার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ৪০০ রান করার বিরল রেকর্ড গড়লেন তিনি।

Advertisement

শনিবার গ্ল্যামরোগানের হয়ে লেস্টারশায়ারের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপ-টু’র (County Championship) একটি ম্যাচে খেলার সময় এক ইনিংসে ৪১০ রানের বিরল রেকর্ড গড়েছেন স্যাম নর্থইস্ট। একাই ৪৫০টি বল খেলেছেন তিনি। হাঁকিয়েছেন ৪৫টি বাউন্ডারি এবং ৩টি ছক্কা। তাৎপর্যপূর্ণভাবে ৪০০ রানের মাইলফলকে তিনি পৌঁছেছেন ছক্কা হাঁকিয়েই। স্যাম যে সময় ব্যাট করতে নামেন তখন তাঁর দলের স্কোর ছিল ৯ রানে দুই উইকেট। সেখান থেকে চতুর্থ উইকেটের জন্য কলিন ইংগ্রামকে সঙ্গে নিয়ে ৩০৬ রানের পার্টনারশিপ করেন স্যাম। ইংগ্রাম (Colin Ingram) আউট হলেও আগের মতোই ধৈর্য ধরে খেলা চালিয়ে যান তিনি। শেষপর্যন্ত তাঁর ৪১০ রানের ইনিংস ভর করে তাঁর দল ৭৯৫ রান তোলে।

[আরও পড়ুন: এবার বিদেশের টি-২০ লিগে খেলার অনুমতি পেতে চলেছেন ভারতীয় তারকারা! কী বলছে BCCI?]

শেষবার প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ স্কোরটি করেন লারা (Brian Lara)। তবে, প্রথম শ্রেণির ক্রিকেটের হিসাবে একুশ শতকে স্যামের করা এই ৪১০ রানটাই সর্বোচ্চ। এর আগে সব মিলিয়ে প্রথম সারির ক্রিকেটে মোট ১০ বার এক ইনিংসে ৪০০ রান পেরিয়েছেন ব্যাটাররা। তার মধ্যে একাধিকবার চারশোর বেশি স্কোর রয়েছে লারার। ১৯৯৪ সালে তিনি ইংলিশ কাউন্টিতেই এক ইনিংসে ৫০০ রান করেছিলেন।

[আরও পড়ুন: ১২টা দল রাখা চলবে না! টেস্ট ক্রিকেট বাঁচাতে কড়া দাওয়াই শাস্ত্রীর]

স্যাম নর্থইস্ট দীর্ঘদিন ধরেই প্রথম সারির ক্রিকেট খেলছেন। আপাতত তিন ফরম্যাটের কোনওটিতেই ইংল্যান্ড দলের ধারেকাছে নেই তিনি। আচমকা এই বিরাট ইনিংস খেলে জাতীয় নির্বাচকদের নজর কাড়ার আশায় থাকবেন ৩২ বছর বয়সি এই ব্যাটার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement