shono
Advertisement
Sanjay Singh

১০০ কোটির মানহানির মামলা গোয়ার মুখ্যমন্ত্রীর স্ত্রীর! বিপাকে আপ সাংসদ সঞ্জয় সিং

নিঃশর্তে ক্ষমা চাইতে হবে আপ সাংসদকে, দাবি সুলক্ষণা সাওয়ান্তের।
Published By: Kishore GhoshPosted: 06:59 PM Dec 18, 2024Updated: 06:59 PM Dec 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা প্রমোদ সাওয়ান্তের স্ত্রী সুলক্ষণা ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন আম আদমি পার্টি-র সাংসদ সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে। গোয়ার বিচোলিম আদালত ওই মামলা করা হয়েছে। যার প্রেক্ষিতে জবাবদিহি চেয়ে বুধবারই আপ নেতাকে নোটিস পাঠানো হয়েছে। ১০ জানুয়ারির মধ্যে সঞ্জয়ের জবাব চেয়েছে সৈকতরাজ্যের আদালত।

Advertisement

সঞ্জয় দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে প্রমোদ এবং সুলক্ষণাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন। সেখানে তিনি অভিযোগ করেন, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে গোয়ায় সরকারি চাকরি বিক্রি করছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রী। এই অভিযোগের বিরুদ্ধেই গোয়ার বিচোলিম আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন সুলক্ষণা সাওয়ান্ত। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নিঃশর্তে ক্ষমা চাইতে হবে আপ সাংসদকে। এদিন গোয়া বিজেপির মুখপাত্র গিরিরাজ পাল বলেন, "সাংবাদিক সম্মেলনে সাওয়ান্ত পরিবারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। দুর্নীতিতে জড়িত থাকা অভিযোগ করা হয়েছে। এর ফলে মানহানি হয়েছে মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রীর। কারণ ওই খবর জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, ডিজিটাল এবং সোশাল মিডিয়াতে সম্প্রচার হয়েছে।"

উল্লেখ্য, চলতি বছরের গোড়ার দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। ওই বক্তব্যের প্রেক্ষিতে গুজরাটের একটি আদালতে মামলাও দায়ের হয়েছিল। সেবারও জবাবদিহির নোটিসও পান প্রমোদ। ফের আদালতের শমন পেলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লক্ষ লক্ষ টাকার বিনিময়ে গোয়ায় সরকারি চাকরি বিক্রি করছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রী, অভিযোগ করেন আপ সাংসদ।
  • এর আগে প্রধানমন্ত্রী মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আপের রাজ্যসভার সাংসদ।
Advertisement