shono
Advertisement

সবরমতি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে ২ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

আদালতের রায়ে বেকসুর খালাস ৩ জন৷
Posted: 02:51 PM Aug 27, 2018Updated: 03:52 PM Aug 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোধরায় সবরমতি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় রায় ঘোষণা করল আহমেদাবাদ স্পেশ্যাল সিট আদালত৷ বিচারপতি এইচ সি ভোরা সোমবার  ফারুক ভানা ও ইমরান শেরু নামে দুজনকে দোষী সাব্যস্ত করে৷ এই দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ডেরও নির্দেশ দেন বিচারক৷ হোসেন সোলেমান মোহন, কসম ভামেদি ও ফারুক ধানটিয়া নামে তিনজনকে প্রমাণের অভাবে বেকসুর খালাস দিয়েছে আদালত৷

Advertisement

[হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলায় রায়দান স্থগিত বিশেষ আদালতের]

২০০২ সালে অযোধ্যা থেকে ফেরার সময় গুজরাটের গোধরা স্টেশনে সবরমতি এক্সপ্রেসে ট্রেনের একটি কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷  মৃত্যু হয় ৫৯জনের৷ এই ঘটনায় নাশকতার অভিযোগ ওঠে৷ গুজরাটে সংঘর্ষ ছড়িয়ে পড়ে৷ দশ হাজারেরও বেশি মানুষ মারা যান৷ ২০১১ সালের রায়ে আদালত খুন, খুনের চেষ্টা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ৩১ জনকে দোষী সাব্যস্ত করে৷ ৬৩ জনকে বেকসুর বলে ঘোষণা করে আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড ও ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।  উচ্চ আদালতের রায়ে শুধু মৃত্যুদণ্ড প্রাপ্তদের সাজা পরিবর্তন করে বাকি আদেশগুলো বহাল ছিল। এরপর ২০১৭ সালে ওই ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত৷

[বাড়ছে আল কায়দায় নাম লেখানোর হিড়িক, অশনিসংকেত কাশ্মীরে] 

গোধরায় সবরমতি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের শুনানি চলাকালীন ২০১৫-১৬ সালে হোসেন সুলেমান মোহন, কাসাম ভামেদি, ফারুক দান্তিয়া, ফারুক ভানা ও ইমরান শেরু নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়৷ ঘটনার প্রায় ১৬ বছর পর সোমবার মামলার রায় ঘোষণা করল আহমেদাবাদের বিশেষ সিট আদালত৷ ফারুক ভানা ও ইমরান শেরুকে যাবজ্জীবন সাজার নির্দেশ দেয় বিশেষ সিট আদালত৷ সোলেমান মোহন, কাসাম ভামেদি ও ফারুক ধানটিয়া নামে তিনজনকে প্রমাণের অভাবে নির্দোষ বলে সাব্যস্ত করে সিট আদালত৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement