সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরশেষে সোনা নিয়ে সোহাগ করার সুবর্ণ সুযোগ। কারণ কার্যত অনেকখানি কমল সোনার দাম। আজ, শনিবার প্রকাশিত দামের তালিকা অনুযায়ী, দেশে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার মূল্য গড়ে ৬৩ হাজার ৮৭০ টাকা। অন্যদিকে গয়নার সোনা অর্থাৎ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনা কিনতে খরচ ৫৮ হাজার ৫৫০ টাকা। চলুন জেনে নেওয়া যায় কোন দেশের শহরে শনিবার কত মূল্যে বিক্রি হচ্ছে সোনা।
এদিন মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৮ হাজার ৫৫০ টাকা। সেখানে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার মূল্য ৬৩,৮৭০ টাকা। এদিকে রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৯,১০০ টাকা এবং সমপরিমাণ ২৪ ক্যারেট সোনার মূল্য ৬৩ হাজার ৯৭০ টাকা। কলকাতাতেও সোনার দাম আগের তুলনায় খানিকটা কমেছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৮ হাজার ৫৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম কিনতে খরচ ৬৩ হাজার ৮৭০ টাকা।
[আরও পড়ুন: সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বাড়াল কেন্দ্র, বাদ পিপিএফ]
মূল্যবৃদ্ধির বাজারে মধ্য়বিত্তদের একটা বড় অংশ সোনা কিনে সঞ্চয় করে থাকেন। দুর্দিনে এই সোনাই কাজে লাগে। বিশেষজ্ঞদের মতেও সোনায় লগ্নি অত্যন্ত বুদ্ধিমানের কাজ। তাছাড়া বিয়ে কিংবা কোনও অনুষ্ঠান বাড়ির সঙ্গে কিংবা এমনিই কাউকে উপহার দিতে সোনার জুড়ি মেলা ভার। আর বাজারে যখন সোনার দাম খানিকটা কম, তখনই তা কিনে রাখার আদর্শ সময়। তাই জানুয়ারি মাসে বিয়ের নিমন্ত্রণ থাকলে এখনই এই শুভ কাজটি সেরে ফেলুন।
এদিন সোনার দাম কমলেও অবশ্য প্রতি কিলোগ্রাম রুপোর মূল্য কিন্তু আগের মতোই ঊর্ধ্বমুখী। শনিবার প্রতি কেজি রুপোর দাম ৭৮ হাজার ৩০০ টাকা।