সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনতেরাসে সোনার কেনার চল এখন গোটা ভারতে। পিছিয়ে নেই বাঙালিও। সংসারের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় সাধ্য মতো অলঙ্কার কেনেন অনেকেই। কিন্তু দুজোড়া যুদ্ধ-সহ একাধিক কারণে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। শেষ পর্যন্ত উৎসবের মাঝেই সুখবর। বৃহস্পতিবার সামান্য হলেও কমল সোনার দাম। এদিন গোটা দেশে ১০ গ্রাম সোনার দাম গড়ে ৬১ হাজার টাকা।
কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রামের সোনার দাম ৬১, ১৯০ টাকা। একই ওজনের ২২ ক্যারেট সোনার দাম ৫৬,০৯০ টাকা। অন্যদিকে অপরিবর্তিত রুপোর দাম। এক কেজি রুপোর বর্তমান দাম ৭৩,৫০০ টাকা। উল্লেখ্য, ইজরায়েলে হামাস জঙ্গিগোষ্ঠীর হামলার পরেই হুড়মুড় করে বাড়তে শুরু করে সোনার দাম। ধুন্ধুমার যুদ্ধ এখনও অব্যাহত। এর মধ্যেও ধনতেরাসের আগের দিন সোনার দাম কিছুটা কমায় খুশি মধ্যবিত্ত।
[আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন বিমানহানায় মৃত ৯, এবার সম্মুখ সমরে ইরান-আমেরিকা?]
মুম্বই ও কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রামের সোনার দাম ৬১, ১৯০ টাকা হলেও দিল্লিতে তার দাম ৬১,৩৪০ টাকা। অন্যদিকে রাজধানীতে একই ওজনের ২২ ক্যারেট সোনার দাম ৫৬,২৪০ টাকা। দেশের স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, মধ্যপ্রাচ্যে ইজরায়েল-হামাস জঙ্গিগোষ্ঠীর যুদ্ধ বন্ধ না হলে ফের সোনার দাম বাড়তে পারে। এই অবস্থায় চিন্তিত তাঁরা। সোনার ঊর্ধ্বমুখী দাম স্বর্ণশিল্পে মন্দ প্রভাব ফেলবে বলেই মনে করছেন তাঁরা।