shono
Advertisement

চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বসিত গুগল, বিশেষ ডুডল বানিয়ে ইসরোকে কুর্নিশ

প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে ভারত।
Posted: 02:09 PM Aug 24, 2023Updated: 02:27 PM Aug 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজির গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে ভারতের চন্দ্রযান (Chandrayaan 3)। বিপজ্জনক এই অংশে প্রথমবার পা রাখল কোনও দেশের চন্দ্রযান। ইসরোর (ISRO) এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে বিশেষ ডুডল তৈরি করেছে গুগল। একটি ভিডিও তৈরি করে ভারতের এই সাফল্য উদযাপনে শামিল হয়েছে গুগল (Google)। চন্দ্রযানের খুঁটিনাটি নিয়ে একটি বিশেষ পেজও তৈরি করা হয়েছে।

Advertisement

মিষ্টি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে গুগল ডুডলে (Google Doodle)। সেখানে দেখা যাচ্ছে, চোখ বুজে আরাম করে বসে রয়েছে চাঁদ। হঠাৎই চমকে উঠে চোখ খুলে ফেলল চাঁদমামা। সেই সময়েই ধীরে ধীরে চাঁদের মাটিতে নেমে পড়ে ভারতের চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। জিজ্ঞাসু চোখে সেদিকে তাকিয়ে রয়েছে চাঁদ, সেটাই দেখা গেল গুগল ডুডলের ভিডিওতে। চন্দ্রপৃষ্ঠে নেমে কাজ করছে ভারতের রোভার প্রজ্ঞান, আর তাই দেখে মিটিমিটি হাসছে সকলের প্রিয় চাঁদমামা। 

[আরও পড়ুন: ‘বিজ্ঞানীরা চাঁদ থেকে ফিরলে…’, ISRO-র সাফল্যে এ কী বললেন যোগীরাজ্যের বিধায়ক!]

ইতিহাস গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে ভারতের চন্দ্রযান ৩। সফলভাবে সফট ল্যান্ডিং করেছে ল্যান্ডার বিক্রম। ইতিহাস গড়ে উচ্ছ্বসিত বিজ্ঞানী থেকে আমজনতা। তবে এবার বিরাট কাজ রয়েছে ভারতের চন্দ্রযানের সামনে। নানারকমের কাজ করবে ইসরোর পাঠানো একাধিক যন্ত্র।
 
প্রায় চার ঘণ্টা পর ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। ভারতের চন্দ্রাভিযানের মূল উদ্দেশ্য পূরণ করার মূল দায়িত্ব রয়েছে এই প্রজ্ঞানের উপরেই। চাঁদের দক্ষিণ মেরু এলাকার জলের খোঁজেই মূলত এই অভিযান চালাচ্ছে ভারত। আদৌ ওই দুর্গম এলাকায় জলের সন্ধান মিলবে কিনা, সেই প্রমাণ সংগ্রহের কাজ করবে প্রজ্ঞান।

[আরও পড়ুন: চন্দ্রযান ৩ মিশনের সাফল্যের কারিগর কারা? চিনে নিন নেপথ্য নায়কদের]

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement