shono
Advertisement

গুগল ম্যাপে যুক্ত হল দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার

কীভাবে ব্যবহার করা যাবে ফিচার দু'টি? The post গুগল ম্যাপে যুক্ত হল দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:40 PM Mar 16, 2019Updated: 08:40 PM Mar 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সুখবর। এবার গুগল ম্যাপে যুক্ত হল অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ফিচার। গুগল ম্যাপেই এবার দেখে নিতে পারবেন আপনার যাত্রাপথে কোনও দুর্ঘটনা ঘটেছে কিনা। তেমনটা হলে রিপোর্টও করতে পারবেন। পাশাপাশি নেভিগেশন অন করে গাড়ির গতিও চেক করতে পারবেন।

Advertisement

স্পিড ট্র্যাপ এবং অ্যাকসিডেন্ট রিপোর্ট- এই দুই ফিচার যুক্ত Waze অ্যাপটির কথা গত বছরই শোনা গিয়েছিল। তবে এবার গুগল তার ইউজারদের জন্য ম্যাপটি আপডেট করতে চলেছে। যাতে যুক্ত হয়েছে ফিচার দুটি। গুগল ম্যাপে নেভিগেশন অন থাকলে অতিরিক্ত গতি ও দুর্ঘটনা, দুইয়ের রিপোর্ট করা যাবে। আপাতত ফিচার দুটি গোটা বিশ্বের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররাই ব্যবহার করতে পারবেন। আইফোনেও শীঘ্রই যুক্ত হবে এই দুই ফিচার।

[ফিরছে জিও-র সেলিব্রেশন প্যাক, অফার সীমিত]

কীভাবে ব্যবহার করা যাবে অপশন দুটি? গুগল ম্যাপ খুললে স্ক্রিনের নিচ দিকে একটি উর্ধ্বমুখী অ্যারো দেখা যাবে। সেটি টাচ করলেই Add বলে একটি অপশন খুলে যাবে। সেখানেই দুর্ঘটনা বা গতি সংক্রান্ত বিষয় রিপোর্ট করতে পারবেন। তাছাড়া নেভিগেশন স্ক্রিনের উপর রিপোর্ট বোতাম টিপেও খবর দিতে পারেন। আতস কাচের আইকন এবং অডিও বোতামের ঠিক উপরেই দেখতে পাবেন রিপোর্ট অপশনটি। আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেখানে কোনও দুর্ঘটনা ঘটলে কিংবা গাড়ির গতি বেলাগাম হলে সরাসরি গুগলের কাছে খবর পৌঁছে দেওয়া যাবে। গুগল ম্যাপই আপনাকে দেখিয়ে দেবে, আপনার মতোই আরও কতজন এ সংক্রান্ত খবর পাঠিয়েছেন। তাই যাত্রা শুরুর আগেই ঠিক করে নিতে পারবেন, সে পথ দিয়ে যাওয়া আদৌও নিরাপদ হবে কিনা। নাকি অন্য কোনও রাস্তা ধরবেন। তবে Waze -এর মতো গুগল ম্যাপে এখনও রাস্তা অবরোধ কিংবা অতিরিক্ত ট্র্যাফিক শো করার অপশনটি নেই। যদিও গুগল এখনও আনুষ্ঠানিকভাবে নয়া দুই ফিচারের কথা ঘোষণা করেনি। তবে তা শুধুই সময়ের অপেক্ষা।

[অবশেষে বকেয়া বেতনের মুখ দেখছে বিএসএনএল কর্মীরা]

The post গুগল ম্যাপে যুক্ত হল দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement