সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নমক হারাম’, ঠিক এই দুটি শব্দই টাইপ করতে হচ্ছে গুগলে৷ গুগল সার্চ ইঞ্জিনে সর্বপ্রথম যে তিনটি কথা ভেসে উঠছে তা হল ‘নমক হারাম কান্ট্রি’৷ কোন দেশকে ‘নমক হারাম’ বলে আচমকা চিহ্নিত করে ফেলল গুগল? যা রাতারাতি ভাইরাল হয়ে গেল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে? সেই নমক হারাম দেশের নাম নাকি ভারত!
না, গুগলের তরফ থেকে এমন তথ্য দেওয়া হয়নি৷ দাবিটা করেছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান৷ সে দেশের সংবাদ মাধ্যমের একাংশের দাবি, ভারত নাকি এতটাই ‘ফায়দা’ তুলেছে তাদের ‘সারল্যের’, যে গুগল পর্যন্ত জানিয়ে দিয়েছে ভারত ‘নমক হারাম’৷
সাম্প্রতিক সময়ে উরিতে ১৮ জন ভারতীয় সেনার মৃত্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক যে বিশেষ ভাল অবস্থায় নেই, তা আর আলাদা করে বলে দিতে হয়না৷ দু’দেশের পারস্পরিক দোষারোপকে কেন্দ্র করে যে এক প্রকার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাও আম আদমির চোখ এড়ায়নি৷ আর এই উত্তপ্ত পরিস্থিতিতেই কিছু ভ্রান্ত ধারণাকে সঙ্গী করে ভারতের বিরুদ্ধে কেচ্ছা রটানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলি৷
ভারতকে ‘নমক হারাম’ বলার ঘটনাটি প্রকাশ্যে আসার পরই গুগলের তরফ থেকে বিবৃতি দিয়ে গোটা বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ গুগলের তরফ থেকে জানানো হয়েছে, ‘নমক হারাম’ বিখ্যাত একটি বলিউড সিনেমা৷ আর তাই ‘নমক হারাম’ সার্চ করা হলেই ভারতকে চিহ্নিত করা হচ্ছে গুগলের তরফ থেকে৷ যেহেতু ছবিটি ভারতেই তৈরি হয়েছিল৷
গুগলের বিবৃতির পর পাক সংবাদ মাধ্যম কার্যত নিজেরাই যে নিজেদের হাসির খোরাক হয়ে গেলেন তা কী আর আলাদা করে হ্যাশট্যাগ তৈরি করে বলতে হবে?
The post হাতিয়ার গুগল, ভারতকে খাটো করার নয়া পন্থা পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.