সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গলের মধ্যে দাউদাউ করে জ্বলছে একটি গাড়ি। সেই গাড়ির ভিতর থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর দগ্ধ দেহ। বেঙ্গালুরুর মুড়িনপালায়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্যবসায়ীর দেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যা না খুন?
পুলিশকে মুড়িনপালায় এলাকার বাসিন্দারা জানান, শনিবার সন্ধ্যায় তাঁরাই দেখেন জঙ্গলের ভিতরে দাউদাউ করে জ্বলছে একটি গাড়ি। কাছাকাছি গেল দেখা যায় ভিতরে এক ব্যক্তি রয়েছেন। যদিও ততক্ষণে ঝলসে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এমন ঘটনায় আতঙ্ক ছড়ায়। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে মৃতদেহ উদ্ধার করে। আগুনে দগ্ধ হয়ে মৃত্যু নাকি অন্য কারণে, তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪২ বছরের মৃত ওই ব্যক্তির নাম সি প্রদীপ। তিনি পেশায় হোটেল ব্যবসায়ী। তদন্তে নেমে একগুচ্ছ প্রশ্নের মুখে পুলিশ। কেন জঙ্গলের ভিতরে গাড়ি নিয়ে গিয়েছিলেন ওই ব্যবসায়ী? গাড়িতে আগুন লেগে গিয়েছিল, না কি লাগিয়ে দেওয়া হয়েছিল? ব্যবসায়ীকে হত্যা করা হয়েছিল? এখন পর্যন্ত উত্তর মেলেনি। ব্যবসায়ীর পরিবার ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের প্রাথমিক অনুমান, তরুণ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।